প্রায় ৪৫,০০০ উবার চালক লন্ডনে এই অ্যাপভিত্তিক গাড়ি পরিষেবার সাথে যুক্ত| কিন্তু নতুন করে আর কাউকে লাইসেন্স দিতে চাইছে না লন্ডন পরিবহন দফতর| কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বারবার ব্যর্থ হয়েছে উবার| তাই নতুন করে আর কোনো গাড়িকে লাইসেন্স দেওয়া হবে না|
এর ঠিক দুবছর আগেও একবার উবারের লাইসেন্স বাতিল করা হয়েছিল| কিন্তু সেইসময়ে ব্যবসা সম্প্রসারণের জন্য তাদের অতিরিক্ত দুই বছর সময় দেওয়া হয়েছিল| গত রবিবার সেই অনুমোদনের মেয়াদ শেষ হয়| এরপরেই কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয় এই সিদ্ধান্ত| জানা গেছে, উবার কোম্পানি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে আপিল করতে চলেছে| তবে যতদিন এই মামলা চলবে ততদিন চালকরা রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারবেন|
জানা গেছে, বিশ্বে যতগুলি জায়গায় উবার সার্ভিস দেয় তাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে লন্ডন| আগেই বলা হয়েছে, এই এলাকায় প্রায় ৪৫,০০০ উবার চালক রয়েছেন| যেসব অঞ্চল থেকে উবারের মূল আয়ের ২৪% আসে তা হলো লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিস্কো এবং সাও পাওলো| এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে লন্ডনের নাম|
ট্রান্সপোর্ট ফর লন্ডন-এর তরফ থেকে জানানো হয়েছে, গত দুইবছর ধরে একটি নির্দিষ্ট প্যাটার্নে যাত্রী নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে উবার| তারা আরও জানিয়েছেন যে, উবার সিস্টেমে এমন কিছু ঘাটতি রয়েছে যার ফলে আন-অথোরাইজড চালকরা উবার চালকদের অ্যাকাউন্টে নিজেদের ছবি দিয়ে গাড়ি চালাতে পারেন|লন্ডন পরিবহন সূত্রের খবর, ২০১৮ এর শেষ এবং ২০১৯ এর শুরুর দিকে এরকম প্রায় ১৪০০টি আন-অথোরাইজড ট্রিপ সনাক্ত করেছেন তারা| তারা জানিয়েছেন, এমনটাও ঘটেছে যে একজন বরখাস্ত হওয়া চালকের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে যাত্রীকে পরিষেবা দেওয়া হয়েছে|
উবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুইবছরে তারা তাদের নিরাপত্তার দিকটি যথেষ্ট জোরদার করেছে|কিন্তু তাদের লাইসেন্স নবীকরণ না করার যে সিদ্ধান্ত নিয়েছে লন্ডন পরিবহন কর্তৃপক্ষ তা একটি ভুল সিদ্ধান্ত, জানিয়েছে উবার কর্তৃপক্ষ|