শনিবার মাঝরাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৪৮০ মিনিট হাওড়া-প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এর ফলে বেশ কিছু ট্রেন আংশিক বাতিল বা পুরোই বাতিল করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে।
পূর্ব রেলের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা ১৫ মিনিট থেকে পরের দিন সকাল ৮ টা ১৫মিনিট পর্যন্ত হাওড়ার প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রাফিক এবং পাওয়ার ব্লক রাখা হবে। ট্র্যাক মেরামতির জন্য ওই এলাকা বন্ধ রাখা হবে বলে জানানোপ হয়েছে রেলের তরফে| সেই কারণেই ওই ইয়ার্ডে ৪৮০ মিনিট বা ৮ ঘন্টা সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর ফলে ১লা ডিসেম্বরের ৩৮৪০৮ পাঁশকুড়া-হাওড়া লোকাল এবং ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে রবিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। ১২৭০৩ ফলকনামা এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে সকাল ৯টা ২০ মিনিটে। এছাড়াও ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এর সঙ্গে সঙ্গে যাত্রাপথে আরও দু-তিনটি দূরপাল্লার ট্রেনের সময় ৯৫ মিনিট থেকে ১২০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
উল্লেখ্য, কার্বনের মাত্রা কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং-এর বিরুদ্ধে যাতে কিছু উদ্যোগ নেওয়া যায়, সেই কারণে স্টেশনে সোলার পাওয়ার ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে| পরিস্কার এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির জায়গা হিসেবে হাওড়া স্টেশনকে তুলে ধরার পরিকল্পনা করছে পূর্ব রেল| ২০১৮ সালের ৩০ মিলিয়ন ওয়াট সৌর শক্তির জায়গায় ২০২০ সালের মধ্যে ৩০০ মিলিয়ন ওয়াট সৌরশক্তিতে স্টেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে ১২ কোটি অর্থের সাশ্রয় হবে বলে জানাচ্ছেন পূর্ব রেলের এক আধিকারিক| পাশাপাশি নিয়মিতভাবে স্টেশনের বিভিন্ন দিকের গুরুত্ব বজায় রাখলে পরিষেবাও ভাল দেওয়া যাবে বলে মনে করছেন ওই আধিকারিক|