Train Ticket Booking: তৎকাল নয়, ট্রেনের এই অনলাইন বুকিং অ্যাপে যাত্রীরা কী কী সুবিধা পাবে?

দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দ থাকে ট্রেন। এটি অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় কম খরচের হয়। কিন্তু সকলের পক্ষে নির্দিষ্ট সময় ট্রেনের টিকিট কেটে ওঠা হয় না, তখন তাদের অন্যতম উপায় হয়ে দাঁড়ায় তৎকাল টিকিট। কিন্তু এছাড়াও এমন এক অনলাইন অ্যাপ রয়েছে যার মাধ্যমে খুব সহজেই তৎকালের মতন টিকিট কাটা যায়।

শেষ মুহূর্তে টিকিট কাটার কারণে সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের দাম বেশি হয়, এবং সব সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। কিন্তু আইআরসিটিসি-র অথারাইজড অ্যাপে মিলবে কিছু অধিক সুবিধা। এই অ্যাপকে তৎকাল টিকিটের অনলাইন ভার্সন বলা যেতে পারে। এর মাধ্যমে রাজধানী, দুরন্ত, শতাব্দী এক্সপ্রেসের মতো যে কোনো ট্রেনের টিকিট কাটা যাবে। কনফার্ম টিকিট বা ট্রেনে কটা সিট ফাঁকা আছে তাও দেখতে পাবেন যাত্রীরা।

এছাড়াও জানা যাচ্ছে, এই অ্যাপে প্রতারণার সম্ভাবনা অনেক কম, কারণ এটি আইআরসিটিসি অথারাইজড।

এই অ্যাপে কীভাবে টিকিট কাটা যাবে?

  • কনফার্মটিকিট অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • এরপর গন্তব্য ও যাত্রার তারিখ বাছাই করতে হবে।
  • এবার কোন ক্লাসে যাতায়াত, অর্থাৎ স্লিপার ক্লাস, এসি, ফার্স্ট ক্লাস এসির মধ্যে বাছাই করতে হবে।
  • এরপর মোবাইল নম্বর, ইমেইল আইডি ইনপুট করতে হবে।
  • এরপর সুবিধামতন পেমেন্ট অপশন দিয়ে টাকা পে করে টিকিট বুক করতে হবে।
  • ইমেইল মারফত টিকিটের ডিটেইলস চলে আসবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...