জার্মানির হাইড্রজেন চালিত ট্রেন

এবার এলো হাইড্রজেন চালিত ট্রেন| সূত্রের খবর অনুযায়ী জার্মানিতে ইতিমধ্যে চালু হয়ে গেছে এই ট্রেন| পরিবেশ দূষণ কমাতে এই উন্নত প্রযুক্তির ট্রেন সকলের নজর কাড়বে বলে আশা করা যায়| সাধারনত জার্মানির ডিজেল চালিত রেলওয়ে ট্র্যাকগুলিতে এই ট্রেন যথেষ্ট আকর্ষনীয় হয়ে উঠেছে| ভবিষ্যতে এই ট্রেন আরও চলবে বলে আশা করা যায়| হাইড্রজেন দ্বারা চালিত এই ট্রেন আনুমানিক এক হাজার কিলোমিটার চলতে পারে| তবে এই ট্রেন ব্যয়বহুল হতে পারে বলে মনে করছে জার্মান রেল কর্তৃপক্ষ| সূত্রের খবর অনুযায়ী ব্যয়বহুল হলেও জার্মানির পাশাপাশি ইতালি, কানাডা, ব্রিটেন ও অন্যান্য দেশেও এর চাহিদা এখন তুঙ্গে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...