Train Rule: রেলের রিজার্ভেশন টিকিটের নিয়ম পরিবর্তন। জেনে নিন।

রেলের টিকিট বুকিং নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। ট্রেনে যাত্রার ক্ষেত্রে রিজার্ভেশন টিকিট কনফার্ম ছাড়া যাত্রীরা ট্রেনে যাত্রা করতে পারবেন না।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে নিয়মিত যাত্রা করে থাকেন। লোকাল ট্রেনে যাত্রা করা একরকম, কিন্তু দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে প্রায় প্রত্যেকদিনই দেখা যায় বহু মানুষ ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভেশন কম্পার্টমেন্টে ট্রাভেল করছেন। ফলে যাদের কনফার্ম টিকিট আছে তাদেরকে সমস্যায় পড়তে হয়। তাই এই সমস্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভারতীয় রেল ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করেছে।

কনফার্ম রিজার্ভেশন টিকিট ছাড়া যাত্রীরা রিজার্ভেশন কোচে ভ্রমণ করতে পারবেন না। ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনের রিজার্ভেশন কোচে ট্রাভেল করলে ট্রেনের টিটি সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন, এমনকি জরিমানাও হতে পারে তার।

ট্রেনে যাত্রা করেন এরকম বহু মানুষ আছেন, যারা সঠিক সময় রিজার্ভেশন টিকিট বুকিং করেন না বা বুকিং করলেও তা কনফার্ম হয়না। সেক্ষেত্রে অনেকে অনলাইন বুকিং, কাউন্টার থেকে টিকিট অথবা ওয়েটিং টিকিটের মাধ্যমে সংরক্ষিত কোচে যাত্রা করেন। কিন্তু এখন থেকে আর এইরকম ভাবে যাত্রা করতে পারবেন না যাত্রীরা।

নতুন নিয়ম অনুযায়ী, যদি IRCTC মাধ্যমে কেউ অনলাইনে টিকিট বুকিং করেন তবে টিকিট নিশ্চিত হলে তবেই তিনি রিজার্ভেশন কোচে ট্রাভেল করতে পারবেন, অন্যথা সেই টিকিট যথার্থ হিসেবে ধরা হবেন না। তবে টিকিট নিশ্চিত না হলে তার টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

তবে এ বিষয়ে একটি ছাড় রেখেছে রেল কর্তৃপক্ষ। টিকিট কাউন্টার থেকে কোন যাত্রী ওয়েটিং টিকিট কেটে থাকলে তিনি সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন। কিন্তু রিজার্ভেশন বা এসি কোচে ভ্রমণের ক্ষেত্রে এরকম কোন সুবিধা তারা পাবেন না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...