আবারও প্রযুক্তিতে একধাপ এগোল ভারত|বিদেশের কোনো প্রযুক্তি ও সাহায্য ছাড়াই সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরী হচ্ছে ‘ট্রেন এইটটিন’|যা দেখতে অনেকটা মেট্রো রেলের মতো|চলবে শতাব্দী কিংবা রাজধানীর থেকেও দ্রুত|এই ট্রেনের বিশেষত্ব হল এই ট্রেনই ভারতে প্রথম যার কোনো ইঞ্জিন থাকবে না|ভাবতে অবাক লাগছে তো? ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে|যার গতি হবে ঘন্টায় ১৬০ কিমি|যা তৈরী করছে আইসিএফ বা ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি’ যার কাজ চলছে জোর কদমে|
ইঞ্জিন ছাড়াই লোকাল বা মেট্রো রেলের মতই ছুটবে এই ট্রেন|নির্মাণকারী সংস্থা সুত্রে জানানো হয়েছে যে এই ট্রেনটি তৈরী করতে কোনরকম বিদেশী প্রযুক্তির সাহায্য নেওয়া হয়নি|শতাব্দী ও রাজধানীকে টেক্কা দেবার মতো এই ট্রেনে থাকবে ১৬টি বাতানুকুল কামরা|এই ট্রেনগুলি দেশের বিভিন্ন বড় বড় শহরে যাতায়াত করবে|থাকবে এগজিকিউটিভ ও নন-এগজিকিউটিভ ক্লাস|কামরা গুলিতে থাকবে যথাক্রমে ৫৬ ও ৭৮টি আসন|এছাড়াও থাকবে জিপিএস, ওয়াইফাই, মালপত্র রাখার পর্যাপ্ত জায়গা, সিঁড়ির বদলে থাকবে স্লাইডিং ফুটস্টেপ|ট্রেনের ভিতরে যাত্রীরা ঝাঁকুনিও অনুভব করবেন না|সব মিলিয়ে ট্রেন তৈরী হবার পর দু তিন মাস পরীক্ষামূলক দৌড়ের পরই এই ট্রেনকে যাত্রী বহনের ছাড়পত্র দেবে আরডিএসও এমনটাই মনে করছে রেলমন্ত্রক|সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসেই দৌড়াতে শুরু করবে এই ট্রেন|