Train Cancellation: ট্রেন বাতিল হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়, জেনে নিন সম্পূর্ণ তালিকা

ট্রেন বাতিল হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায়। পূর্ব রেল জানিয়েছে, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। এই কারণে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এই শাখায় কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সময় তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে যাতায়াতকারী ২৯টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাতিল ট্রেনের তালিকাঃ

শনিবার বাতিল -

হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১
তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪

রবিবার বাতিল (ডাউন লাইন) –

তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮
তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬
গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২
গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০
আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০
হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮

রবিবার বাতিল (আপ লাইন)-

হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩
হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫
হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯
হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭

ট্রেন বন্ধ থাকার কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। কিন্তু এই বিষয়ে হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের সমস্যা এড়াতে লাইন মেরামত করার দিন হিসেবে শনি ও রবিবার বেছে নেওয়া হয়। যদিও রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...