একের পর এক মনোরঞ্জনময় হিন্দি ওয়েব সিরিজ নিয়ে আসছে অল্ট বালাজি। কমেডি, রোমান্স, হরর সবই তুলে ধরা হচ্ছে দর্শকের সামনে। আর বলাই বাহুল্য প্রত্যেকটিতেই কাজ করছেন হিন্দি টেলিভিশনের পরিচিত সব মুখ। কখনও শান্তনু মাহেশ্বরী, কখনও শ্বেতা তিওয়ারি, কখনও আবার মোনা সিং সহ আরও কত কে।
'করলে তু ভি মহব্বত'-এর দুটি সিজনেই ওয়েব দর্শকের নজর কেড়েছেন রাম কাপুর এবং সাক্ষী তানওয়ার। এবার পালা থার্ড সিজনের। হিন্দি টেলিভিশনের এই পরিচিত দুই মুখ তৃতীয় পর্বেও বেশ ভালই মানুষের মন জয় করে নেবেন এমন আশা করাই যায়।
পরীর বিয়ে দিয়ে শেষ হয়েছিল সিজন টু। সিজন থ্রি-এর ট্রেলার সামনে এসেছে সম্প্রতি। করিশ্মা তান্না, ভতসল শেঠ, হিতেন তেজওয়ানি'দেরও দেখা যাবে সিজন থ্রি তে।
সুতরাং সুপারস্টার করণ খান্না এবং ডাঃ ত্রিপুরা সুন্দরী নাগরাজন অর্থাৎ রাম কাপুর এবং সাক্ষী তানওয়ারের পরবর্তী কার্যকলাপ দেখতে আর বেশি দেরি নেই। ট্রেলারেও রয়েছে দারুণ চমক।