বাঙালি পরিবারের চালচিত্র বদলের গল্প বলবে তথাগত ভট্টাচার্যের নতুন ছবি ‘আকরিক’

গাছ যতই আকাশ ছুঁয়ে ফেলুক না কেন শিকড়ের কাছে ফিরতেই হবে তাকে। শিকড়ই যে বাঁচিয়ে রাখে তাকে। মাটির সঙ্গে জুড়ে থাকার বন্ধন। মানুষের জীবনও গাছের মতোই। গোটা পৃথিবী জিতে হলেও শিকড়ের টানে তাকে ফিরতেই হবে ঘরে। মানুষের শিকড় তার পরিবার। কিন্তু পৃথিবী জুড়েই বদল এসেছে পরিবার ভাবনায়। পরিবার কাঠামো বদলেছে। বদলেছে মানুষের বসবাসের আদল। তবু সে ছেড়া আসা উঠোন খোঁজে। আদর-উষ্ণতা খোঁজে পারিবারিক আবহে। এমন প্রেক্ষাপটই পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবি ‘আকরিক’। ছবিতে মুখ্য ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়, মাস্টার অঙ্কন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে। প্রযোজনায় আইসবার্গ ক্রিয়েশনস। সহ প্রযোজনায় দীপক পারিক। ছবির গল্প লিখেছেন সলিল সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ বেরা।

সম্প্রতি সামনে এসেছে ছবির ট্রেলার। ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। হিমাচলের পাহাড়ি প্রেক্ষাপটে ছবি। সবুজ আর পাহাড় মন ভাল করে দেয়। ছবির সংলাপ ভাবায়। বাঙালি যৌথ পরিবারের ধারণায় কেন বদল এল, অনু পরিবার, বিদেশবাসী সন্তান আর বাবা-মায়ের একাকিত্ব নানা রকম ক্রাইসিস ধরা দিয়েছে। যা দেখে উত্তর খুঁজতে চাইবেন দর্শক। চারপাশের চেনা বাস্তব উঠে এসেছে ছবিতে। ট্রেলারও আগ্রহ বাড়াচ্ছে। ছবির মুক্তি ‘আকরিক’ মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...