'বিষাক্ত মানুষ' ছবির ‘লেখক’ সৌরভ দাস

এক মানসিক ভারসাম্যহীন লেখকের জীবনের গল্প 'বিষাক্ত মানুষ'। সানি রায়ের পরিচালনায় আসছে নেক্রোফিলিয়া গল্পের ছবিটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র লেখক অগ্নিভ বসু। মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। লেখকের পর পর তিনটি বই বাজারে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এই পরিস্থিতিতে অতীতের খারাপ স্মৃতি তার মানসিক টানাপোড়েন বাড়িয়ে তোলে। এই সময় তার আলাপ হয়ে নেক্রোফিলিক সিরিয়াল কিলার তৌফিক আসিফের সঙ্গে। কিন্তু আর এক সপ্তাহের মধ্যেই ফাঁসির সাজা দেওয়া হবে তৌফিককে। তার আগে তৌফিকের জীবনের উপর একটি বই লেখার কথা ভাবে অগ্নিভ। অন্যদিকে অগ্নিভের মানসিক অবস্থার কথা জেনেও তার সঙ্গে মানিয়ে চলেন অগ্নিভের প্রেমিকা রুক্সিণী। কিন্তু সত্যিই কী তৌফিককে নিয়ে বই লেখার পরিকল্পনা সফল হবে অগ্নিভের নাকি তৌফিক বদলে দেবে অগ্নিভের জীবন? এই প্রশ্ন জানতে দেখতে হবে 'বিষাক্ত মানুষ' ছবিটি। ২৫ জুলাই প্রকাশ্যে আসছে এই ছবির ট্রেলার। ছবির ট্রেলার লঞ্চের এই অনুষ্ঠানটি হবে কলকাতার সাউথ সিটি মলে।

'সোনম মুভিজ'-এর প্রযোজনায় তৈরি এই ছবির গল্প লিখেছেন সঞ্জীব বন্দোপাধ্যায় ও শান্তনু মুখোপাধ্যায়। ছবিতে সৌরভ দাস ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুমনা দাস, রূপসা চট্টোপাধ্যায়, শুভম, জিনা তরফদার, রানা বসু ঠাকুর, যুদ্ধজিৎ সরকার, সুমিতা চট্টোপাধ্যায়, পলাশ হক ও বিমল গিরিকে‌। চলতি বছরেই মুক্তি পাবে 'বিষাক্ত মানুষ'।

এটা শেয়ার করতে পারো

...

Loading...