যৌথ পরিবার টুকরো টুকরো হয়ে অনু পরিবারে। বাবা মা আর সন্তান। বাবা-মা কেরিয়ার-চাকরির প্রাত্যহিকে ব্যস্ত। সেখানেই ধারণাতেও এসেছেবদল। এখন একক পিতৃ-মাতৃত্বের যুগ। যৌথ পরিবারের আদল, বেঁচে থাকার ধরন সেখানে অধরা। সময়ের প্রয়োজনে বদল ঘটেছে বাঙালির পরিবার ভাবনার আঙ্গিকে। কিন্তু কোথাও যেন রয়ে গিয়েছে হারানো শিকড়ের টান। সহজ ভালবাসার বোধ। চেনা বাস্তবই নিয়েই পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবি ‘আকরিক’। এই ৭৫ বছরের এক বৃদ্ধ অরুণাভবাবু সঙ্গে ১০ বছরের এক শিশু আকাশের সম্পর্ক ছবির বিষয়। তিনি বড় হয়েছেন যৌথ পরিবারে। আর ১০ বছরের শিশুটির বড় হয়ে ওঠা তার মায়ের কাছে। মা ‘সিঙ্গেল মাদার’। কর্মরতা।
জীবনের প্রান্তে এক পাহাড়ি শহরে অসুস্থ স্ত্রীকে নিয়ে বৃদ্ধের বাস। সেই শহরের বেড়াতে আসে শিশুটি। শিশু আর বৃদ্ধের মধ্যে গড়ে ওঠে আবেগের সম্পর্ক। প্রবীণ দম্পত্তির মধ্যে শিশুটি যেন খুঁজে পায় তার ‘দাদু-দিদা’। দুই প্রজন্মের দুই প্রতিনিধি, যাদের সময়, বেড়ে ওঠা সবটাই আলাদা, কিন্তু তাদের মধ্যে সেতুর কাজ করে সহজ আবেগ। গড়ে ওঠে সম্পর্ক।
বৃদ্ধের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই ছবি দিয়ে বহুদিন পর আবার তাঁকে দেখতে পাবে বাঙালি দর্শক। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অনুরাধা রায়কে।
এই ছবিতে ‘সিঙ্গেল মাদারে’র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তাঁর পুত্রের ভূমিকায় মাস্টার অঙ্কন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে। অনেকদিন পর বাংলা ছবির দর্শক একসঙ্গে দেখতে পাবে ভিক্টর আর অনুরাধাকে।
ছবির গল্প লিখেছেন সলিল সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ বেরা। প্রযোজনায় আইসবার্গ ক্রিয়েশনস। সহ প্রযোজনায় দীপক পরিক।
সামনে আসতে চলেছে ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আকরিক টিম।