‘শেষের কবিতা’র পরবর্তী ২৫ বছরের গল্প নিয়ে তৈরি হয়েছে শর্ট ফিল্ম ‘অবশেষের গল্প’। পরিচালক অনঞ্জন মজুমদার। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। দীর্ঘ ২৫ বছর পর ফের দেখা হয় অমিত আর লাবণ্যর। চিত্রনাট্য অনুযায়ী ওই ২৫ বছরের মধ্যে লাবণ্য হাত ধরবে শোভনলালের এবং অমিত হাত ধরে কেতকীর। অমিত, লাবণ্য, কেতকী ও শোভনলালের জীবন এরপর কোনদিকে ধাবিত হয় সেটাই এই ছবির মূল বিষয়।
লাবণ্যর ভূমিকায় অঞ্জনা বসু, কেতকীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী, শোভনলালের চরিত্রে বাদশা মৈত্র, স্পর্শর চরিত্রে শৌভরী চট্টোপাধ্যায়, পালকের চরিত্রে আরাত্রিকা সেন। আগামী ৩০ মে এই শর্ট ফিল্মের স্পেশাল স্ক্রিনিং-এর কথা আছে।
ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সঙ্গীত পরিচালনা করেছেন গন্ধর্ভ। কস্টিউম ডিজাইন করেছেন জয়ন্তী সেন, অয়ন হোড়। মেক আপ করেছেন সৌরভ গাঙ্গুলি। হেয়ার স্টাইলিং করেছেন শেখর দাস, শ্যামলী দাস, জয়শ্রী দাস। সিনেমাটোগ্রাফার সায়ন কুণ্ডু। সাউন্ড ডিজাইনার সুকমল মুখোপাধ্যায়। চিত্রনাট্য ও সম্পাদনার দিকটিও সামলেছেন পরিচালক অনঞ্জন মজুমদার।