TRAI new rules 2024: ফোনে ভুয়ো কল আসা বন্ধ করতে উদ্যোগ নিল TRAI, কী রয়েছে নতুন নিয়মে?

ফোনে ফেক কল আসলে বিরক্ত হয়না, এমন মানুষ পাওয়া দুষ্কর। শুধু তাই নয়, এই ভুয়ো কলের মাধ্যমে প্রতারণার শিকারও হয়েছে বহু মানুষ। তাই এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই এই সমস্যার সমাধানে নতুন ব্যাবস্থা চালু করল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে। নিয়ম অনুয়ায়ী, ভুয়ো কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরটেই। কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই ভুয়ো কলে বিরক্ত করা হচ্ছে অন্যদের। এভাবে যদি কোন ফোন নম্বরের বিরুদ্ধে ভুয়ো কলের অভিযোগ প্রমাণিত হয়, তবে সেই নম্বরকে ২ বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে। মোবাইল নম্বর ব্যবহার করে টেলি মার্কেটিং বা কোনও প্রমোশনাল কল করা ঠেকাতেই এই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। 

ফেক কলের কারণে কার্যত তিতিবিরক্ত সাধারণ মানুষ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কলের ফলে সমস্যায় পড়ে। ট্রাই-এর এই উদ্যোগের ফলে এই সমস্যার সমাধান হবে বলে আশা রাখছে সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...