আসছে ১১ ডিজিটের মোবাইল নম্বর

বর্তমান যুগে দাঁড়িয়ে দূরের কারোর সাথে যোগাযোগ করা খুব কঠিন ব্যাপার আর নেই। সকলের কাছেই রয়েছে স্মার্টফোন এবং সেই স্মার্টফোনের সুবাদে এখন গোটা পৃথিবী চলে এসেছে হাতের মুঠোয়। কিন্তু যেইভাবে দিনদিন জনসংখ্যা বাড়ছে সেখানে দাঁড়িয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) দেশের মোবাইল নম্বরের স্কিম বদলানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী, ১০ সংখ্যার বদলে এবার আসতে চলেছে ১১ সংখ্যার মোবাইল নম্বর

জানা গেছে, ইতিমধ্যেই ট্রাইয়ের পক্ষ থেকে একটি ডিসকাশন পত্র জারি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে 'ডেভেলপিং এ ইউনিফায়েড নাম্বারিং প্ল্যান'।জানা গেছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মোবাইল নম্বরের ডিমান্ড মেটানোর জন্যই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জনসংখ্যা বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত বাড়ছে মোবাইল নম্বরের চাহিদা।সূত্রের খবর, এই মুহূর্তে ৭, ৮ এবং ৯ নিয়ে যত নম্বর রয়েছে তার থেকে ভবিষ্যতে ২১০ কোটি নতুন টেলিকম কানেকশন দেওয়া সম্ভব

জানা গেছে, ২০৫০ সালের মধ্যে যত কানেকশন বর্তমানে রয়েছে তার থেকে ২৬০ কোটি নতুন নম্বরের প্রয়োজন হতে চলেছে।এই প্রয়োজনের তাগিদেই এই সিদ্ধান্ত। ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে দুবার নম্বরিং সিস্টেম বদল করা হয়। ১৯৯৩ এবং ২০০৩ সালে বদল ঘটে নম্বরিং সিস্টেমে।এরমধ্যে ২০০৩ সালে যখন নম্বরিং সিস্টেমের বদল ঘটে তখন প্রায় ৭৫ কোটি নতুন কানেকশন তৈরী করা হয় যার মধ্যে ৪৫ কোটি ছিল সেলুলার অর্থাৎ মোবাইল কানেকশন এবং ৩০ কোটি ল্যান্ডলাইন কানেকশন। ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু মোবাইল নম্বর নয় ১০ সংখ্যার ল্যান্ডলাইন নম্বরেও আসতে চলেছে বদল।এছাড়াও যদি ডেটা ওনলি মোবাইল নম্বর আপডেট করা হয় তাহলে ১৩ সংখ্যার নম্বর আসতে পারে। আর তাতে ভবিষ্যতে ৩,৫ এবং ৬ নম্বর সিরিজ শুরু করতে সুবিধা হবে বলেই জানিয়েছে ট্রাই।
 



 
 

এটা শেয়ার করতে পারো

...

Loading...