কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন আশেপাশের এলাকার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। এবিষয়ে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ম্যাচের কারণে বেশ কিছু রাস্তায় পার্কিং বন্ধ রাখা হবে ও মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। অনেক রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
ইডেনে মোট ন’টি ম্যাচ খেলার কথা কেকেআরের। সেগুলি যথাক্রমে ২২ মার্চ, ৩ এপ্রিল, ৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে। উল্লেখ্য, ৬ এপ্রিল কলকাতা বনাম লখনউয়ের ম্যাচটি ইডেনে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে নিয়মাবলীগুলি হলঃ
• খেলা শুরু হওয়ার আগে ইডেন গার্ডেন্স বা কলকাতা ময়দান সংলগ্ন এলাকার রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
• সন্ধ্যায় খেলা থাকলে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
• বিকেলে খেলা থাকলে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
• প্রয়োজনে এই সময় আরও বৃদ্ধি করা হতে পারে।
• হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড কিংবা সেন্ট জর্জেস গেট রোড ধরে পোস্তা মার্কেটের দিকে যাওয়া গাড়িগুলিকে আটকানো হবে না।
• ম্যাচের দিনগুলিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তায় মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে। এর মধ্যে রয়েছে ডিএল খান রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝের এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইনস্ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন।
• সন্ধ্যায় খেলা থাকলে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি।
• বিকেলে খেলা থাকলে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি বন্ধ থাকবে।
• হাই কোর্টের দিকে যে সমস্ত গাড়ি যাবে, সেগুলিকে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে দেওয়া হবে।
• গোষ্ঠ পাল সরণি (কিংস্ওয়ে), ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি (রেড রোড), গুরুনানক সরণি (মেয়ো রোড) এবং ডাফরিন রোডে খেলা চলাকালীন সময়ে কোনও গাড়ি দাঁড় করানো (পার্কিং) যাবে না।
• খেলার দিন দক্ষিণ কলকাতার দিক থেকে বিবাদী বাগের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আরআর অ্যাভিনিউ বা জওহরলাল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে।
• উত্তর এবং পূর্ব কলকাতার গাড়িগুলিকে ঘোরানো হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন হয়ে। এ ছাড়াও, এসএন ব্যানার্জি রোড দিয়ে আরআর অ্যাভিনিউ এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট দিয়ে গাড়ি ঘোরানো হবে।
• দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকের গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড ক্রসিং এবং মেয়ো রোড ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
• ব্যান্ড স্ট্যান্ড এবং অকল্যান্ড রোডে যে বাসস্ট্যান্ড রয়েছে, সেগুলি খেলার দিনে কিরণ শঙ্কর রায় রোড, এসপ্ল্যানেড রো ইস্ট এবং সেন্ট্রাল বাস টার্মিনালে স্থানান্তর করা হবে।
• খেলার দিনগুলিতে বাইক আরোহীদের এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, এসএন ব্যানার্জি রোড, আরআর অ্যাভিনিউ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
• ইডেনের কাছাকাছি রাস্তায় কোনও গাড়ি দাঁড়াতে বা পার্ক করতে দেওয়া হবে না।