প্রতিদিন পথ দুর্ঘটনায় বলি হন অনেক মানুষ। বেপরোয়া গাড়িচালক থেকে অসতর্ক রাস্তা পারাপার – এ সবই এই দুর্ঘটনার মূল কারণ। সে কারণে এ বিষয়ে আরও সতর্ক পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ। জানা গেছে, বিভিন্ন রাস্তার দুর্ঘটনাপ্রবণ এলাকা ও শহরের ছোট-বড় স্কুলগুলির আগে ‘গো স্লো’ বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন উদ্যোগ এই প্রথম নয়। কলকাতার রাস্তায় যাত্রা করার সময় অনেক সময়েই নজরে আসে উজ্জ্বল লাল রঙে, নির্দিষ্ট চিহ্ন দিয়ে তৈরি ‘গো স্লো’ বোর্ড। কিন্তু এটাও যথেষ্ট নয়। বেপরোয়া চালকদের সতর্ক করতে এবার শহরের বিভিন্ন এলাকা জুড়ে মোট ৪০০ টি এই ধরনের বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কাজে ইতিমধ্যেই দরপত্র ডেকেছে কলকাতা পুলিশ। জানা গেছে, এই বোর্ডগুলি লাগাতে খরচ হতে পারে প্রায় ৯ লক্ষ টাকা। সাদা বোর্ডের উপরে কালো রঙে ‘গো স্লো’ লেখা থাকবে। চারদিকে থাকবে তিন কোনা লাল বর্ডার। রাতের অন্ধকারেও যাতে বোর্ডগুলি চালকরা সহজে বোর্ডগুলি দেখতে পায়, তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
এই কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই প্রতিটি ট্র্যাফিক গার্ডকে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেই যেই স্কুলের সামনে বা কাছে এই বোর্ড নেই ও যেখানে পথচারীরা বেশি সংখ্যায় রাস্তা পারাপার করেন সেই এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে।