প্রায় বেশকিছুদিন ধরেই গুঞ্জন চলছিল এই গাড়ি নিয়ে। এবার বাজারে প্রকাশ্যে এল টয়োটা ইনোভা ক্রিসটা মডেলের নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে টয়োটা কিলোর্স্কর মোটরস এবার ইনোভা ক্রিস্টা MPV লাইনআপকে একটা নতুন GX+ ভ্যারিয়েন্ট চালু করেছে।
চলুন জেনে নেওয়া যাক এই গাড়ির সমস্ত বিষয়।
এই নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা জিএক্স+ ভ্যারিয়েন্টে রয়েছে ডায়মন্ড-কাট অ্যালয় হুইল এবং অটো-ফোল্ড মিরর। এছাড়া রয়েছে কাঠের প্যানেল কেবিন, প্রিমিয়াম ফ্যাব্রিক সিন, গাড়ির পেছনে ক্যামেরা এবং ড্যাশবোর্ড। এছাড়া অন্যান্য ভ্যারিয়েন্টের মতন এই GX+-এ ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত একটি ২.৪ এল ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এই ইঞ্জিন ১৫০ bhp-এর পাওয়ার আউটপুট এবং ৩৪৩ Nm টর্ক জেনারেট করে।
কী কী নতুন ফিচার্স রয়েছে এই গাড়িতে?
জানা গিয়েছে যে এই নতুন ভ্যারিয়েন্টে এলইডি ফগ ল্যাম্প, রিয়ার ডিফগার, ফ্রন্ট পার্কিং সেন্সর এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো বৈশিষ্ট্যগুলি রয়েছে। এছাড়া নতুন ফ্যাব্রিক সিট কভার, ড্যাশবোর্ডে সফট-টাচ ম্যাটেরিয়াল এবং চেস্টনাট ইন্টেরিয়র থিমে সাজানো হয়েছে।
এছাড়া এই জিএক্স ট্রিমের তুলনায় ১৪টি বেশি বৈশিষ্ট্য পাওয়া যাবে। এর দাম প্রায় ১.৪০ লাখ টাকা বেশি। এছাড়া জিএক্স এবং ভিএক্স ট্রিমগুলির মধ্যে টয়োটা ইনোভা ক্রিস্টা জিএক্স+ ৫টি রঙের মডেলে পাওয়া যাচ্ছে। সেগুলি হল প্ল্যাটিনাম হোয়াইট পার্ল, সুপার হোয়াইট, অ্যাভান্ট-গার্ড ব্রোঞ্জ মেটালিক, অ্যাটিটিউড ব্ল্যাক মাইকা এবং সিলভার মেটালিক।
গত মাসে এই কোম্পানি ৭-সিটার ভার্সন এবং ৮-সিটার লেআউট সহ নতুন Toyota Innova Crysta Hycross GX (O) ভেরিয়েন্ট লঞ্চ করেছে। জানা গিয়েছে এই ৭-সিটার ভার্সনের দাম ২১.১৩ লাখ টাকা এবং ৮-সিটার মডেলের দাম ২০.৯৯ লাখ টাকা। তাহলে বাজারে কত টাকা দাম এই ভ্যারিয়েন্টের? এই নতুন GX+ ভেরিয়েন্টটি ৭-সিটার এবং ৮-সিটার গাড়ির দাম বাজারে যথাক্রমে ২১.৩৯ লাখ এবং ২১.৪৪ লাখ টাকা রাখা হয়েছে। Toyota Innova Crysta-এর GX+ 7-সিটার ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম ২১.৩৯ লাখ টাকা, যেখানে GX+ ৮-সিটার ভেরিয়েন্টের এক্স-শোরুম দাম ২১.৪৪ লাখ টাকা। তবে, বিভিন্ন রাজ্যে এর দাম আলাদা হতে পারে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে টয়োটা কিরলোস্কর মোটরের সেলস-সার্ভিস-ইউজড কার বিজনেসের ভাইস প্রেসিডেন্ট সাবরি মনোহর জানিয়েছেন যে ২০০৫ সালে লঞ্চ হওয়ার পর থেকে ইনোভা ব্র্যান্ডটি মান নির্ধারণ করে নিজেকে একটি সেগমেন্ট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গুণমান এবং নির্ভরযোগ্যতার সমার্থক, ইনোভা ভারতীয়দের একটি প্রজন্মের বিভিন্ন চাহিদা পূরণ করেছে। একইভাবে গাড়িটি নিজের মান বজায় রেখে চলেছে।