ক'দিন আগে বেঙ্গল সাফারি থেকে 'শচীন' চলে গিয়েছিল নিকটবর্তী জঙ্গলে। তাকে খোঁজার পাশাপাশি জঙ্গল সাফারির গেট-ও বন্ধ রাখা হয়। রোজ তাকে কেন্দ্র করেই বেঙ্গল সাফারি সরগরম ছিল। ১০০ জন বনকর্মী, ২টি ড্রোন, ৭টি ট্রাপ ক্যামেরা, ৪টি কুনকি হাতিকে নিয়ে তৃণভোজী সাফারি এলাকার ৯০ হেক্টর জমিতে চিরুনি তল্লাশি চালানো হয়েছিল। কিছুতেই তার হদিশ মেলেনি। তারপর শুক্রবার নিজে থেকেই সে ফিরে আসায় সকলেই খুশি। তবে সে কিছুটা ক্লান্ত ছিল বলে তাকে নাইট শেল্টারে রাখা হয়।
শচীনের ফিরে আসায় সকলেই খুব খুশি হয়েছে। আবার পর্যটকদের জন্য সাফারির গেট খুলে দেওয়া হয়েছে। প্রচুর পর্যটক এবং খোদ বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন গিয়েছিলেন এদিন সাফারিতে। কিন্তু চিতাবাঘের দেখা মেলেনি। সে সারাক্ষণই নাইট শেল্টারে ছিল-ফলে পর্যটকরা একটু হলেও হতাশ হয়েছেন। তবে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। লেপার্ড সাফারির এনক্লোজারের ভেতরে থাকা বেশকিছু গাছের ডালপালা ছাঁটা হবে, এনক্লোজারের ইলেকট্রিক ফেন্সিংও আরও কিছুটা বাড়ানো হতে পারে। কর্মী সংখ্যাও বাড়ানোর কথা চলছে। স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে অর্থ দফতর অনুমোদন দিয়েছে। আগামী দিনে শুধুমাত্র বেঙ্গল সাফারির জন্য একজন রেঞ্জার, দু'জন ফরেস্ট স্টাফ এবং দশজন বনকর্মীকে নিয়োগ করা হবে। এইভাবে বেঙ্গল সাফারির গুরুত্ব বুঝে শুধুমাত্র ওই অঞ্চলের জন্য আলাদা লোক নিয়োগ করে আরো ভালোভাবে ওখানকার পশুদের নিরাপত্তার ব্যবস্থা করা যাবে বলেই মনে করা হচ্ছে। এদিকে দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে আসছে পাঁচটি চমরিগাই। জার্মানির বার্লিন টিয়ার পার্ক থেকে নতুন অতিথি আসার খবরে খুশি পর্যটক মহল। এর মধ্যে তিনটি পুরুষ ও দুটি স্ত্রী চমরিগাই রয়েছে। এর পরিবর্তে বার্লিনের ওই পার্কে এখানকার একটি পুরুষ ও একটি মহিলা রেড পান্ডা যাবে। তাহলে নতুন বছর পর্যটকদের কাছে বেশ খুশির খবর দিয়েই শুরু হল।