রাজ্যের পর্যটন শিল্পকে দেশের তথা আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্প গ্রহণ করছেন, তাঁর সঙ্গে সঙ্গ দিতে তৈরী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। এমনই এক পরিকল্পনার পরিচয় পাওয়া গেল বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের একটি উৎসবে। রাজ্যের পূর্ত, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস এই অনুষ্ঠানে যোগ দিতে এসে মঞ্চে উপস্থিত জেলাশাসককে ওই এলাকার বাঁশদহ বিলকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য ডিপিআর তৈরী করার নির্দেশ দিলেন। জেলা প্রশাসন, জেলা পরিষদ, কৃষি বিপণন, কৃষি, মৎস্য দফতরকে এই প্রকল্পে সামিল করতে নির্দেশ দেন মন্ত্রী। ২৬ ডিসেম্বর স্থানীয় খালবিল, চুনোমাছ ও পিঠেপুলি উৎসবের শেষ দিনে এই কথা জানান তিনি। প্রায় ১৮-১৯ বছর ধরে উৎসবের উদ্যোক্তা তথা মন্ত্রী স্বপন দেবনাথ এই উৎসব নিয়ে লড়াই করছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সঠিকভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে, পর্যটন মানচিত্রে বাঁশদহ অবশ্যই নিজের জায়গা করে নেবে। কতটা ফান্ড জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব, জেলা পরিষদ, কৃষি, মৎস্য ও কৃষি বিপণন থেকে কতটা ফান্ড দেওয়া যায়, তা নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট তৈরী করতে হবে। জলাভূমি এবং চুনোমাছ সংরক্ষণের লক্ষ্যে এবারে পূর্বস্থলীর খালবিল উৎসবকেই মডেল করতে চাইছে রাজ্য।
এভাবেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবধারাকে গুরুত্ব দিয়ে যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে তা আদপে রাজ্যের পক্ষেই লাভজনক হবে। এভাবেই পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার সম্ভব বলে মনে করা হচ্ছে।