বইমেলা ভ্রমণের ট্যুর ও প্যাকেজ

শীতকাল মানে নানা ধরণের মেলার উৎসব। যার মধ্যে বইমেলার কদরটা একটু আলাদা রকমই হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বইমেলা হয়ে থাকে। তবে কলকাতার আন্তর্জাতিক বইমেলার কথাটাই অন্যরকম। দেশ বিদেশর নানা ধরণের বইয়ের সম্ভার থাকে এই মেলাতে। যার কারনে বইপ্রেমীদের এই মেলার প্রতি উৎসাহ থাকে অন্যরকমের। আর তাই এবছর প্রথমবার পরিবহণ দফতরের পক্ষ থেকে নতুন ধরনের পরিকল্পনা আসতে চলেছে মেলার উদ্দেশ্যে। এবার দক্ষিণবঙ্গের নানা জেলার বইপ্রেমীদের কলকাতা বইমেলা দেখানোর জন্য থাকছে প্যাকেজ ট্যুর ব্যবস্থা। এমনি এক অভিনব পরিকল্পনার কথা জানিয়েছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে। আর এই পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রিয় পরিবহণ নিগমকে (এসবিএসটিসি)। ইতিমধ্যে পুজোর সময় ও বড়দিনে এই ধরণের প্যাকজ ব্যবস্থা চালু করা হয়েছিল। এবার সেই একই পদক্ষেপ নেওয়া হল বইমেলাতে। এসবিএসটিসিকে আরো ৫০টি বাস নামানোর কথা বলাহয়েছে। এই ট্যুর প্যাকেজের মধ্যে থাকছে দুর্গাপুর, তমলুক, ঝাড়গ্রাম, হলদিয়া, বোলপুর, মেদিনীপুর ইত্যাদি স্থান। তবে এই প্যাকেজের ব্যবস্থা ঠিক কত পড়ছে তা নিয়ে এখনই কিছু স্থির হয়নি। একথা জানা গিয়েছে যে ভ্ৰমণকারীদের জন্য দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা থাকছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...