বর্তমান সমাজের একমাত্র ভরসা বোধ হয় এখন হাতের চলভাষটি| যেটা এখন আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম| হাতের মুঠোয় থাকা ফোনটি অচল হয়ে গেলে চোখে অন্ধকার দেখি আমরা সবাই| আর সেই হাতের স্মার্টফোনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সোশ্যাল মিডিয়া| যেখানে দিনের বেশিরভাগ সময়টাই সক্রিয় থাকি আমরা| বই পড়া বা অন্যান্য কাজ থেকে বিরত থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকছে আজকের কচিকাঁচারাও, ভুলে যাচ্ছে অনেক কিছু| আর সেই নিয়েই ‘ট্যুর এন্ড কালচার’ একটি ফেসবুক পেজ, যারা সোশ্যাল মিডিয়াতেই শুধু নয় তার বাইরে এসেও সমাজের জন্য কিছু করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যাদের লক্ষ্য ভবিষ্যতে অনেক প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়া| আর সেই পরিকল্পনা মাফিক এগোচ্ছে তারা| সম্প্রতি রবীন্দ্র সদন মেট্রো সংলগ্ন মোহর কুঞ্জে এক জেনারেল মিটের আয়োজন করে 'টুর অ্যান্ড ট্রাভেল্স'। সেই জেনারেল মিটের সাক্ষি ছিল জিয়ো বাংলা|