একটু ফোড়ন

 

পরিচালক মানস বসু, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের আরও দুই বন্ধু দেবব্রত সামন্ত এবং উত্তম কুমার দাস এই চার বন্ধু মিলে গড়ে তুলেছিলেন প্রযোজনা সংস্থা ফ্যান্টাসম্যাগোরিয়া ফিল্মস’ এই প্রযোজনা সংস্থার ব্যানারে বেশ কয়েকটি শর্ট ফিল্মও এসেছে দর্শকের দরবারে। যেখানে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য সহ আরও বহু অভিনেতা। আর এবার এই চার বন্ধুর উদ্যোগেই এসে গেল নতুন ইউটিউব চ্যানেল একটু ফোড়ন’ ষোলোয়ানা বিনোদন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ হল ‘একটু ফোড়ন’-এর। কোনও হার্ড নিউজ কিংবা দুঃখের খবর এখানে পাবেন না দর্শক। সবটাই আনন্দের, সবটাই বিনোদনকেন্দ্রিক। যা মানুষকে আগামী সব কাজের জন্য চাঙ্গা করে তুলবে। এমনটাই বক্তব্য ‘একটু ফোড়ন’-এর পথিকদের। আর তাই তো একটু ফোড়ন-এর ট্যাগ লাইন হল একটু ফোড়ন- না থাকলে পানসে লাগে’ 

‘একটু ফোড়ন’-এর এক অন্যতম পথিক জয়জিৎ বন্দ্যোপাধ্যায় জানান-“ব্যস্ততার দুনিয়ায় আমরা অনেক বেশি যান্ত্রিক হয়ে গিয়েছি। হাসতে গেলেও দশবার ভাবি আমরা। আমাদের জীবনে হাসি-মজা-হালকা মেজাজে থাকার বড় প্রয়োজন আজ। তাই ‘একটু ফোড়ন’। এই চ্যানেলের কনটেন্টগুলো এমন রাখার চেষ্টা করা হয়েছে যা দেখে মানুষ আনন্দ পাবে। থাকছে শর্ট ফিল্ম, ম্যাজিক শো, প্র্যাঙ্ক শো, কুলিনারি শো। কুলিনারি শো তে মানুষ নিত্যনতুন খাবারের সন্ধান পাবেন। বিষয়ভাবনায় নতুনত্ব আনার চেষ্টা করছি। বাকিটা সময় বলবে।”

গতকাল লঞ্চ করল এই চ্যানেল। প্রোমোতে জোজো থুড়ি যশোজিৎ বন্দ্যোপাধ্যায় অনবদ্য। ‘একটু ফোড়ন’-এর আসন্ন ঝাঁঝ নিয়ে খুব সুন্দর বলেছেন জোজো বাবু।

‘একটু ফোড়ন’-এর আরও এক পথিক পরিচালক মানস বসু। তিনি জানান, শর্ট ফিল্ম-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ম্যাজিক শো, কুলিনারি এবং প্র্যাঙ্ক শো-এর পাশাপাশি আমরা আরও একটি শো খুব শীঘ্রই আনব। সেটা বৃদ্ধদের জন্য। শর্ট ফিল্মের কনটেন্টে ভিন্নতার স্বাদ পাওয়া যাবে এটুকু বলতে পারি একজন পরিচালক হিসেবে।”

     

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...