ফসলবিমার পুরো টাকাই দেবে রাজ্য সরকার

বছরের শেষ দিনে নবান্নে ঘোষণা করেছিলেন 'কৃষকবন্ধু' প্রকল্পের। আবার বোলপুরে এক প্রশাসনিক বৈঠকে ফসল বিমা যোজনার গোটা টাকাটাই রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে অভিযোগ পাওয়ার পর-ই কেন্দ্র এবং রাজ্য সংঘাত শুরু হয়। ওই দুই জেলায় রাজ্যের ভূমিকাকে সম্পূর্ণ উহ্য রেখে শুধুমাত্র কেন্দ্র সরকার নিজেদের প্রচার শুরু করে দিয়েছিল। যেহেতু ফসলবিমা প্রকল্পে রাজ্য সরকারকে সিংহভাগ খরচ করতে হচ্ছে, তাই নাম পরিবর্তন করে বাংলা ফসলবিমা যোজনা করা হয়। প্রশাসনিক সূত্রেই জানা গিয়েছে, নাম পরিবর্তন করা হলেও বিমা সংস্থাগুলি টাকা দেওয়ার সময় কেন্দ্রিয় সরকারের নাম ও ছবি ব্যবহার করছিল। এমনকি, রাজ্যকে না জানিয়ে বিমা গ্রাহকদের একাউন্টে টাকা পাঠিয়ে তা কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে। এই ঘটনা জানতে পেরে তাই এবার থেকে কেন্দ্র সরকারের তরফে যে ২০ শতাংশ টাকা পাওয়া যেত বিমাক্ষেত্রে, সেটাও বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কৃষকদের স্বার্থে কৃষক বিমা যোজনার প্রিমিয়ামের পুরো টাকাটাই দেওয়া হবে রাজ্য সরকারের কোষাগার থেকে।

  পাশাপাশি মুখ্যমন্ত্রী সেদিন স্পষ্ট জানিয়ে দেন, জমি কেনাবেচার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা করবেন না। তাদের যেন কোনো রকম হয়রানি না হয়, সে বিষয়ে নজর রাখতে হবে। ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে হেল্প লাইন নম্বর চালু করে এই সম্পর্কিত অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেন এদিন মুখ্যমন্ত্রী। ধান বিক্রি করতেও যাতে কৃষকদর কোনোরকম অসুবিধে না হয়, সে বিষয়েও যথেষ্ট নজর রাখতে নির্দেশ দেন তিনি। আগামী ৫ জানুয়ারির মধ্যে 'ধান দাও চেক নাও' প্রকল্প চালু করতে হবে, তাহলে নিজেদের টাকা কৃষকেরা নিজেরাই পেয়ে যাবেন। এইভাবেই কৃষকদের বিভিন্নভাবে সুবিধা দেওয়ার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী

এটা শেয়ার করতে পারো

...

Loading...