বছর জুড়ে দেশ জুড়ে সর্বোচ্চ পারিশ্রমিকের আলিয়া

 

বলিউডের আলিয়া ভাট এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। আলিয়া গত বছর ১৩ কোটি টাকা উপার্জন করেন। ছবি পিছু ২ কোটি টাকা পারিশ্রমিক তাঁর। মহেশ ভাট, সোনি রাজদানের এই কন্যা এখন কার্যত প্রোডিউসারদের নয়নের মনি।

             আসছে গ্রীষ্মকাল। এই গরমেই ৩ মে মুক্তি পাচ্ছে করন জোহরের ঐতিহাসিক পটভূমিকায় তখ্ত সুমিত রায়ের চিত্রনাট্য তখত-এ রয়েছে বহু তারকার মেলা। রণবীর সিং, আলিয়া ভাট, করিনা কাপুর, ভূমি পেডনিকার জাহ্নবী কাপুর থেকে অনিল কাপুর। তখ্ত-এ আলিয়া যথেষ্ট পরিশ্রম করেছেন। আশাবাদী করন জোহর।

             এরপরই ৫ জুন দেশজুড়ে আড়ম্বরে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির 'ইনশাহল্লা'। সঞ্জয়ের এই ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই সল্লু মিঞা। অর্থাৎ এই ছবির মূল আকর্ষণ সঞ্জয়-সলমন এবং অতি অবশ্যই আলিয়া। সঞ্জয় জানিয়েছেন, ইনশাহল্লা এক চিরকালীন ভালোবাসার গল্প। তাঁর মতে জীবনটা শুধুই অন্ধকারময় রাত নয়। ভোর-ও হয়। আলিয়া-সলমন-এর চরিত্র এ ছবিতে তেমনই সদর্থক।

            বাবা মহেশ ভাটের প্রথম ছবি সড়ক-এ সঞ্জয় দত্তের বিপরীতে ছিল দিদি পূজা ভাট। সঞ্জয়ের সিক্যুয়েল সড়ক-২। ছবির বিষয়বস্তু এক ভন্ড বাবার আশ্রম। সেই ভন্ড বাবার বিরুদ্ধে দুর্দান্ত এক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এক যুবতী। এক জমজমাট রোমান্টিক থ্রিলার বলে উল্লেখ করেছেন পরিচালক মহেশ ভাট। এই যুবতীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ছবিতে রবি-র ভূমিকায় সঞ্জয় দত্ত। রয়েছেন যীশু সেনগুপ্তও। সড়ক-২ মুক্তি পাবে ১০ জুলাই ওই মাসের ৩০ জুলাই মুক্তি পাবে এসএস রাজমেটলির ছবি 'আরআরআর' ছবিটি মূলত তেলেগু ভাষায়। দুই বিপ্লবীর পথ চলার গল্প। মূল তিনটি চরিত্রে অভিনয় করেছেন জুনিয়ার এনটি  রামা রাও, রামচরণ এবং মুখ্য চরিত্রে আলিয়া ভাট।

                             ১১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের গুরুত্বপূর্ণ ছবি গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি। সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ও প্রযোজনায় হুসেন জায়েদির বিখ্যাত বায়োগ্রাফি কামাথিপুরার পতিতাপল্লীর জীবন আঁধারি ও 'মাফিয়া কুইন্স অফ মুম্বই'-এর থেকে উঠে এসেছে এই ছবি। ছবিতে মূল চরিত্র অর্থাৎ গঙ্গুবাঈ কোঠেওয়ালী-র চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। অন্যান্য চরিত্রে রয়েছেন শান্তু মহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ।

                              ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে গানে-নাটকে অন্যতম সিক্যুয়েল আশিকি-থ্রি। পরিচালক মোহিত সুরি আশিকি-২-র বক্স অফিস সুপারহিট হওয়ায় এ ছবিতে সিদ্ধার্থ মলহোত্র এবং আলিয়া মুখ্য দুটি চরিত্রে।

            অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় বছর শেষে ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে আলিয়া। অমিতাভ বচ্চন, নাগার্জুন সহ বহু তারকাখচিত ছবি দিয়ে বছর শেষ হবে আলিয়ার।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...