২২এ জুন মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সালরাইজার্স হায়দ্রাবাদ। একদিকে শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়ে আসা চেন্নাই এবং অন্যদিকে কলকাতার বিরুদ্ধে পরাজিত হয়ে আসা হায়দ্রাবাদ দুজনেই তৈরী একে অপরকে প্রতিরোধ করতে। আজকের ম্যাচের ফলাফল যাই হোক না কেন ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে দুটি দলের-ই তবে এই ম্যাচ জিতে সরারসরি ফাইনালের যাওয়ার সুযোগ ছাড়তে নারাজ দুই পক্ষ। তবে আজকের ম্যাচের ফলাফল কিছুটা হলেও নির্ভর করে থাকবে টস জিতে সঠিক সিদ্ধান্তের ওপর। দুই পক্ষকেই তাঁদের ব্যাটিং বা বোলিং শক্তির সঠিক পর্যবেক্ষণ করতে হবে। তাই যেই দলের ব্যটিং লাইনআপ ভালো তারা টসে জিতে প্রথমে ব্যটিং নিতে পারে অন্যদিকে যাদের বোলিং লাইনআপ ভাল তারা যথারিতি প্রথমে বোলিং করবে। তবে ধোনির টস ভাগ্যের ওপর ভিত্তি করে বলাই যায় যে আজকের টস জিতে ধোনি প্রথমে ব্যটিং নিতে পারে।