বলিউডের প্রযোজকের সংখ্যা কম নেই। কিন্তু এইসব প্রযোজকদের মধ্যে ধনী কারা বা সম্পত্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে কারা সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
প্রথমেই নাম উঠে আসে বালাজির একতা কাপুরের। তাঁর সম্পত্তির পরিমান প্রায় ৯৩ কোটি টাকা। তাঁর সংস্থা সিনেমা ছাড়াও বিভিন্ন ধরনের সিরিয়াল প্রযোজনা করে থাকে। এছাড়াও অল্ট বালাজি নামে একটি ভিডিয়ো স্ট্রিমিং অ্যাপ রয়েছে সংস্থাটির।
বলিউডের পারফেকশনিস্ট আমির খান এখন প্রযোজকদের মধ্যে অন্যতম। তাঁর সম্পত্তির পরিমান প্রায় ১২৭৯ কোটি টাকা। আমির খান প্রোডাকশন নামে হাউজ থেকে সিনেমা প্রযোজনা করা হয়। যার মধ্যে অন্যতম তারে জমিন পার, সিক্রেট সুপারস্টার।
তিন খানের মধ্যে আমির ছাড়াও শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তাঁর নাম রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরি খানের মালিকানাধীন এই হাউজ। তাদের দুজনের সম্পত্তির পরিমান প্রায় ৪৯৭৩ কোটি টাকা।
বলিউডের কথা হবে আর যশ রাজ ফিল্মসের নাম উঠে আসবে না তা হয় না। যশ রাজ ফিল্মসের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়া। তাঁর সম্পত্তির পরিমান প্রায় ৬২৫২ কোটি টাকা।
বলিউডের প্রযোজকদের মধ্যে অন্যতম কর্ণ জোহর। তিনিও সম্পত্তির তালিকায় উপরের সারিতে রয়েছেন। তাঁর সপত্তির পরিমান প্রায় ১৪২১ কোটি টাকা।
এরস ইন্টারন্যাশনাল এর মালিক অর্জুন লুল্লা। বলিউডে বহু সিনেমার প্রযোজক তিনি। তাঁর সম্পত্তির পরিমান প্রায় ৩১৯৭ কোটি টাকা।
আরএসভিপি, ইউটিভি মোশন পিকচারস এর সাথে যুক্ত রনি স্ক্রওয়ালা। রং দে বসন্তি, যোধা আকবর, বরফি সিনেমার প্রযোজক তিনি। তাঁর সম্পত্তির পরিমান প্রায় ১৪২১ কোটি টাকা।