বলিউডের বড় বাজেটের ছবি নিয়ে মাতামাতি অব্যাহত। অভিনেতাদের মধ্যে সেরা দশ মেগাস্টারদের পারিশ্রমিক সব চেয়ে বেশি। সব চেয়ে বেশি পারিশ্রমিক তৈরি হয় পরপর হিট ও তার ফলে তারকাদের ভক্ত এবং ভক্তদের ভক্তি হল বক্স অফিস।
এই মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক সলমন খানের। ৬০ কোটি টাকা। গত এক দশকে ধারাবাহিক হিট এবং সল্লু মিঞা এখনও ব্যাচেলার!! সেটাও কারন বুঝি?
আমির খানের পারিশ্রমিক ৪৫ কোটি। আমির প্রতি বছর একটি ছবি সই করেন। ফিল্ম থেকে আমদানিকৃত অর্থও শেয়ার নেন। তাঁর আদরের নাম মিস্টার পারফেকশনিস্ট। তাঁর ছবির জন্য দর্শক অপেক্ষা করে। প্রায় একই পারিশ্রমিক অভিনেতা অক্ষয়কুমারের। ৪০-৪৫ কোটির মধ্যে। তাঁর ভক্ত দর্শক তাঁর স্টান্ট, কমিক, নাচ সবকিছুতেই স্বাতন্ত্র খুঁজে পায়। বলিউডের বাদশাহ শাহরুখ খান রয়েছেন চতুর্থ স্থানে। ৪০ কোটি তাঁর পারিশ্রমিক। তিনি আসলে নিজেই তাঁর বেশিরভাগ ছবিটি প্রযোজক। 'রেড চিলিজ' তাঁর নিয়ন্ত্রক ব্যক্তিগত সংস্থা। শাহরুখের ছবিতে তাঁর ম্যানারিজমের ভক্ত ৮ থেকে ৮০ সব শ্রেণীর দর্শকরা। বয়ঃবৃদ্ধিতেও কমেনি তাঁর আকর্ষণ।
বলিউডের সোনালী পুরুষ হৃত্বিক রোশন এর পরেই। ৩০-৪০ কোটি তাঁর পারিশ্রমিক। হৃত্বিকের 'গ্রীক গড' ইমেজের ভক্ত নারী-পুরুষ সকলেই। তাঁর নাচ, গান, স্টান্ট জাদুর ভক্ত টিন এজার-রা সব থেকে বেশি।
পরবর্তী সুপারস্টার আগামীদিনের মেগাস্টার অবশ্যই রণবীর কাপুর। 'রকস্টার', 'তামাসা' বা 'ওয়েক আপ সিড'-এর রণবীরের পারিশ্রমিক ৩০ কোটি।
নিজের ব্যাপারে খুব কমই মুখ খোলেন। মুখচোরা শিল্পী অজয় দেবগন। অজয়ের 'সিংঘম', 'দৃশ্যম' কোনও খান ভাইদের চেয়ে কম নয়। কম-বেশি ২৫ কোটি টাকা তাঁর পারিশ্রমিক।
বলিউডের বিগ বি-তো লা-জবাব। অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি হয়েছে। ২০ কোটি টাকা তাঁর পারিশ্রমিক। যুব ব্রিগেডের সমান্তরালে বিগ-বি নিজেই নিজের ব্র্যান্ড। সুপারস্টারের রেসের ঘোড়ায় অবশ্যই রয়েছেন তিনি। তাঁর নাম রণবীর সিং। পারিশ্রমিক কম-বেশি ১৫ কোটি। 'বাজিরাও মস্তানি' বা 'পদ্মাবত' - ইমেজ দর্শকের চোখের মনি। একই পারিশ্রমিক বলিউডের নবাব সঈফ আলী খানের। ১৫ কোটি থেকে ২০ কোটি। তাঁরও সিগনেচার অভিনয়। সম্প্রতি নেটফ্লিক্স-এর দুর্দান্ত কাজ দেখার মতো।