বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ৩০শে মে র জন্য। ১২তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলস এ। প্রধান দাবিদার হিসাবে ভারত, ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশ্ব মহল। ইংল্যান্ডের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক উইকেট। তাই প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করাটা জরুরি। বিশ্বকাপের ১০টি দলই তাদের ওপেনিং জুটিকে তাই বেশি নজর দিচ্ছে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ওপেনিং জুটি এবারে বাজি মাত করতে পারে।
১. ভারতের ওপেনিং জুটি কেই সেরা বলে মনে করছে ক্রিকেট বিশ্ব। রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান এর জুটি ২০১৩ র ইসিসি চ্যাম্পিয়ন ট্রফির পর থেকে সেরার সেরা বলে মনে করছে বিশেষজ্ঞরা।
২. ঘরের মাঠে ইংল্যান্ড সব সময়ে সেরা পারফরমেন্স করে থাকে। তারা এই বছর বিশ্বকাপের অন্যতম দাবিদার। জেসন রয়, জনি বেয়ারস্টোর ওপর অনেক তাই ভরসা রাখছে তাদের দল।
৩. ডেভিড ওয়ার্নার, আরন ফিঞ্চ অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনিং জুটি। এই জুটি যদি নিজেদের ফর্মে থাকে স্কোর বোর্ড দ্রূত গতিতে এগোতে থাকে
৪. হাসিম আমলা, কুইন্টক ডি কক জুটি এই মুহুতে সেরা জুটির অন্যতম। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে হলে এদের ফর্মে থাকা জরুরি।
৫. ইউনিভার্সাল বস ক্রিস গেইল আর এভিন লুইস সেরা ওপেনার দের মধ্যে অন্যতম। গেইল ঝড় যদি ইংল্যান্ডে শুরু হয় সেটা থামানো প্রায় অসম্ভব বললেই চলে।