কেশব একটি সাধারণ ছেলে। কিন্তু তার ক্ষমতা অসাধারণ। যা অন্যরা পারে না, তা কেশব করে দেখায়। কেউ বলে ওর কাছে সুপার পাওয়ার আছে, কেউ আবার বলে যে কেশব কালা জাদু জানে। আসলে কেশবের মধ্যে রয়েছে ভগবান শ্রী কৃষ্ণের মতো কিছু শক্তি। এই নিয়েই চলছে ধারাবাহিক ‘কেশব’।
আগামী ২২ জুলাই ধারাবাহিকের এক ঘণ্টার মহা এপিসোড সম্প্রচারিত হবে। সেখানেই লুকিয়ে আছে চমক। দর্শক খুঁজে পাবেন তাঁদের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কী ভাবে? বিষয়টা তা হলে খোলসা করি।
কেশবের মা জয়া তার দাদা কালীকিঙ্করের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করছে। কিন্তু কালীকিঙ্করের স্ত্রী প্রাপ্তি মানতে নারাজ যে তার স্বামী বেঁচে নেই। কারণ তার শবদেহ ঠিকভাবে দেখেনি কেউ। আর যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে তার স্বামী মৃত তা হলে সুনন্দ ঘোষের পরিবারের বড় অবদান রয়েছে তার স্বামীর মৃত্যুর পিছনে– এমনটাই দাবি প্রাপ্তির। এখানেই শেষ নয়, কালীকিঙ্করের অস্থির ডি এন এ পরীক্ষা করাতে চায় প্রাপ্তি। সে দেখতে চায় অস্থি আদৌ কালীকিঙ্করের কিনা। কালীকিঙ্করের মৃত্যুর কারণ হিসেবে কেশবের বাবা সুনন্দ ঘোষকে গ্রেফতার করায় সে। সেখানেও কেশবের হস্তক্ষেপে মুক্ত হয় সুনন্দ। এমনই ক্ষমতা কেশবের। কেশব অস্থি কলস জোগাড় করে। কিন্তু পথে তার হাত থেকে অস্থির কলস পড়ে যেতে থাকলে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা ধরে ফেলে। এবং অস্থির কলস কেশবের হাতে দেয়। এরপর ঘটবে আরও অনেক কাণ্ড। মহা এপিসোডে ফাইটিং করতে দেখা যাবে সুপারহিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এ ব্যাপারে বেশ খুশি তিনি।
কেশব অর্থাৎ অভিরূপ কর্মকার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে জিয়ো বাংলা হাজির হয়েছিল এন টি ওয়ান স্টুডিওর শুটিং ফ্লোরে। কেশবের মহাপর্বে যুক্ত থাকতে পেরে খুশি তিনি। এই ধারাবাহিকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। অনেকদিন পর অ্যাকশন হিরোর ইমেজে নিজেকে দেখতে পাবেন বলে ভাল লাগছে বলে জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
‘কেশব’-এর মহাপর্ব দেখুন ২২ জুলাই রাত সাড়ে ৮ টায়।