প্রয়াত হলেন ‘পথের পাঁচালী’ সিনেমায় জনপ্রিয় চরিত্র দুর্গা উমা দাশগুপ্ত। ক্যানসার রোগে ভুগছিলেন তিনি। সোমবার সকাল ৮ টা নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
অপু আর দুর্গা – বাঙালির আত্মার সাথে জুড়ে গেছে এই দুই নাম। ভাইবোনের অবিচ্ছেদ্য ভালোবাসার যদি কোন উদাহরণ থাকে। রুপোলি পর্দার অপু-দুর্গা তার সবচেয়ে বড় নাম। আর ১৯৯৫ সাথে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘পথের পাঁচালী’ –তে স্বাক্ষর রেখে গেছেন উমা। কিশোর বয়সে তাঁর অভিনয় দেখে চোখ জুড়িয়েছিল সিনেমাপ্রেমী মানুষদের।
তবে বাংলা সিনেমায় সাড়া ফেলে দেওয়া এই অভিনেত্রী দীর্ঘদিন আড়ালেই থেকে গেছেন। সারা জীবনে এক একটিই সিনেমা করেছেন উমা। বাস্তব জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। দীর্ঘদিন যাদবপুর বিদ্যাপীঠে চাকুরিরত ছিলেন।
জানা যায়, উমা যে স্কুলে পড়তেন, সেখানের প্রধান শিক্ষকের বন্ধু ছিলেন সত্যজিৎ রায়। সেখান থেকেই ‘দুর্গা’ চরিত্রের জন্য তাঁকে বেছে নেন তিনি। ছোটবেলা থেকে থিয়েটারের শিক্ষা উমাদেবীকে সিনেমার পর্দায় জীবন্ত ফুটিতে তুলতে সাহায্য করেছিল। কিন্তু এরপর আড়ালেই থেকে গেছেন তিনি। আজ তাঁর জীবনাবসানে এক অধ্যায়ের সমাপ্তি হল।