বছর শেষ হয়ে নতুন বছরে পা, এ ভাবনাই মনে আনন্দ নিয়ে আসে। আনন্দ উদযাপনের সঙ্গী হয়ে কখনও আসে মুহুর্তযাপন আবার কখনও সেটা উল্লাস। তবে উল্লাস যদি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে যায়, তা কখনও ক্ষতিও ডেকে আনে। বর্ষশেষের উল্লাসে এমনও করুণ সুর বাজল টলি অভিনেত্রী বৃষ্টি রায়ের (Brishti Roy) জীবনে। বছরশেষের আনন্দের কারণে তিনি হারালেন তাঁর একমাত্র সন্তানসম পোষ্য। কারণ, বিষাক্ত আতশবাজি।
বছরের প্রথমদিনেই এই বিষয় নিয়ে লাইভে আসেন অভিনেত্রী। সেই ভিডিওতে তিনি জানান, বর্ষপুর্তির রাতে সারা বিশ্ব যখন সেলিব্রেশনের মুহুর্ত কাটাচ্ছিল, তখন মারা গেছে তাঁর পোষ্য পাখি লুডো। আতশবাজির বিকট শব্দে হার্টফেল করে মৃত্যু হয়েছে তার।
বর্তমান সময়ে আতশবাজির শব্দ ও তা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা যতই চলুক, সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই অধিকাংশ মানুষেরই। যেকোন আনন্দ অনুষ্ঠানের বাজির বিকট আওয়াজে আনন্দ উল্লাস করে একাংশ। কিন্তু এই কারণে অসুস্থ মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে পোষ্য, বাজির শব্দে অসুস্থ হয়ে পড়ে। সেই বিষয়েই সচেতন হতে বলেছেন অভিনেত্রী।
তিনি জানিয়েছেন, লুডোই ছিল তাঁর জীবন, তাঁর সন্তান। লুডো হল সানকুনু প্রজাতির পাখি, এক ধরনের তোতা পাখি। দীর্ঘদিন ধরে সে বৃষ্টির ছায়াসঙ্গী ছিল। তবে ৩১ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু ঘটেছে। হয়তো একটা পাখির মৃত্যু হয়েছে বলে কোনও থানা অভিযোগ নেবে না। কিন্তু সেই পাখি তাঁর বাচ্চা। মায়ের মৃত্যুর পর তাকে আঁকড়ে জীবন কাটাচ্ছিলেন অভিনেত্রী। তিনি আরও বলেন, কারও আনন্দে তাঁর আপত্তি নেই। কিন্ত এই প্রাণীগুলোর কথা ভাবা উচিত। সহ্য করতে পারল না তাঁর বাচ্চাটা। বেশি বয়স ছিল না লুডোর। গুগল বলছে সানকুনুরা ২০-২৫ বছর বয়স পর্যন্ত বাঁচে। কিন্তু এত বাজির শব্দ সহ্য করতে পারল না সে।