বড়পর্দায় এবার 'মিতিন মাসি'

ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি,কাকাবাবু -এদের মত দুঁদে গোয়েন্দাকেই আমরা এতদিন টিভি অথবা বড়পর্দা মাতাতে দেখেছি। এখন তো রীতিমত 'ক্রেজ'-এ পরিণত হয়েছে গোয়েন্দা-গল্প, অন্তত বাংলা সিনেমার গত কয়েক বছরের দৃশ্যপট তেমনই। এবার গোয়েন্দা তালিকায় যুক্ত হতে চলেছে সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি মহিলা গোয়েন্দা চরিত্র 'মিতিন মাসি'

গোয়েন্দা মানেই তাকে সবসময় পুরুষ হতে হবে, এই প্রথাকে ভেঙে নিজের লেখনীতে মিতিন মাসির চরিত্র এঁকেছিলেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। মিতিন মাসির আসল নাম প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়।

মিতিনের সহযোগী তাঁর বোনঝি টুপুর। মাসি-বোনঝি মিলে অনেক কঠিন মামলার নিষ্পত্তি ঘটিয়েছে। সেই গল্পই এবার উঠে আসবে বড়পর্দায়। মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক, তবে টুপুরের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে তাতে, ছবিটি পরিচালনা করবেন পরিচালক অরিন্দম শীলহাতে মাত্র তিন দিন’ গল্পটি অবলম্বনে তৈরি হবে ছবি। সব ঠিক থাকলে পুজোর সময় এটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় মিতিন মাসির গল্প নিয়ে ছবি বানাবেন বলে শোনা গিয়েছিল। এও শোনা গিয়েছিল, মিতিন মাসির ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু কোনও কারণবশত তা হয়নি। পরিচালকদ্বয় নাকি জানিয়েছেন এই গল্পকে পর্দায় আনতে তাঁদের আরও কিছুদিন সময় লাগবে। এরপর নাকি প্রযোজক হিমাংশু ধানুকা পরমব্রত চট্টোপাধ্যাযের সঙ্গে এনিয়ে কথা বলেন।

এমনকি নীলাচলে কিরীটী’, ‘হ্যাপি পিল’, ‘কিশোর কুমার জুনিয়র’-এর প্রযোজক রূপা দত্তও মিতিন মাসির কয়েকটি ছবির স্বত্ব কিনেছিলেন। তিনি আর প্রজেক্টটি ফেলে রাখতে চান না। তাই পরিচালক অরিন্দম শীলের সঙ্গে কথা বলে ছবি করতে তৎপর হন তিনি। পরিচালক রাজিও হয়ে যান। ফলে বাংলা ছবির দর্শক এই পুজোতেই সম্ভবত দেখতে চলেছেন মহিলা গোয়েন্দা 'মিতিন মাসি' আর একেবারে নতুন ভূমিকায় কোয়েল মল্লিককেও।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...