দেখতে দেখতে দিনগোণা এবার শেষ। সেইদিনটা এবার এসেই গেল। টলিপাড়ায় চলছে একের পর এক বিয়ে। এবার সেই বিয়ের তালিকায় যোগ হতে চলেছে আর আরও এক জুটির নাম, সৌরভ-দর্শনা। ১৫ ডিসেম্বর, শুক্রবার অর্থাৎ আজ বিয়ে তাঁদের।
টলিপাড়ায় বেশ কয়েকদিন ধরেই চলছে তাঁদের বিয়ে নিয়ে চর্চা। বিয়ের দু’দিন আগে থেকেই বাড়িতে আত্মীয়স্বজনে ঠাসা বর-কণের বাড়িতে। মেতে উঠেছে দুই বাড়ি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে হই হুল্লোড় চলেই যাচ্ছে।
অভিনেতা সৌরভের বেহালার বাড়ি ইতিমধ্যেই সাজানো হয়েছে আলো দিয়ে। অন্যদিকে আমেরিকা থেকে দর্শনার দাদারাও এসে গিয়েছেন বোনের বিয়ে উপভোগ করতে।
শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে গায়েহলুদ অনুষ্ঠান। সেখানে কেমন সাজলেন নতুন বর- কণে?
এদিন সৌরভ পরেছিলেন সাদা ধুতি ও পঞ্জাবি। অন্যদিকে, কণে দর্শনা অনুষ্ঠানের মিল রেখে ম্যাচিং করে হলুদ রঙের সিল্কের শাড়ি পড়েছিল। সঙ্গে ম্যাচিং স্প্যাগেটি ব্লাউজ, হাতে শাঁখা-পলা, গায়ে হালকা গয়না, খোলা চুল।
দেখা গিয়েছে যে সক্কাল সক্কাল বিয়ে গায়ে হলুদ পর্ব সেরে নিয়েছিলেন সৌরভের মা।
এরপর দর্শনার বাড়িতে গায়ে হলুদ পর্ব শেষ হতে, তাঁর সেই হালকা হাসিতে বোঝা যাচ্ছে বিয়ের উজ্জ্বলতা ফুটে উঠছে।
প্রথম বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। এবার সেই প্রেমের সম্পর্কের আরও এক ধাপ এগিয়ে সম্পর্কের নতুন নাম দিতে চলেছেন সৌরভ-দর্শনা জুটি। প্রেমের সময় অনুরাগীদের সাথে ছবি শেয়ার না করলেও, বিয়ের পর্ব শুরু হতেই প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করছেন তাঁরা। এখন আর কোনও লুকোছাপা নেই নিজেদের সম্পর্ক নিয়ে।
জানা গিয়েছে যে বিয়ের রাতে রুপোর কাজ করা বেনারসি আর সাবেকি সোনার গয়নায় সাজবেন নায়িকা দর্শনা। বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসবে তাঁদের বিয়ের আসর। এদিন টলিপাড়ার অনেকেই রয়েছেন তাঁদের আমন্ত্রিত তালিকায়। তাই দেখা যাবে বহু তারকাদের। অন্যদিকে, বাঙালী বিয়ে তাই খাবারের দিকেও নাকি থাকবে বাঙালি একটা ছোঁয়া। এবার নতুন বর-কনেকে দেখার অপেক্ষাতেই রয়েছেন সবাই।