অপরাজেয় পদুচেরী

‘বিজয় হাজারে’ ট্রফিতে সিকিমকে ১০ উইকেটে হারাল পদুচেরী। দেরাদুনের তানুস অ্যাকাডেমি গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিকিম। তবে পদুচেরীর মিডিয়াম পেসার অসিথ রাজিব-এর ৩৭ রানে ৬ উইকেট ও বাঁ হাতি স্পিনার সাগর উডেসির ৭ রানে ৩ উইকেটে জেরে ৩৬ ওভারে মাত্র ১১২ রান তুলতে সক্ষম হয় সিকিম। জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করে পদুচেরীর দুই ওপেনার পরস ডোগরা ও অরুণ কার্তিক।

এককথায় দুর্মুষ করে দেয় সিকিমের বোলিং লাইনআপকে। পরস ডোগরার ৪১ বলে ৭০ রান (১০টি চার, ২টি ছয়) ও অরুণ কার্তিকের ২৯ বলে ৪১ রানের (৫টি চার, ২টি ছয়) দৌলতে ১২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় পদুচেরী। এই ম্যাচ জেতার সাথে সাথে, পরপর চারটি ম্যাচ জিতে ছয় ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগশীর্ষে রয়েছে পদুচেরী। অন্যদিকে হায়দ্রাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে নাগাল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তরাখন্ড। স্টুয়ার্ট বিনি, নাগাল্যান্ডের হয়ে শতরান করলেও উইকেটের অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পতনের ফলে ১৭৪ রানের বেশি তুলতে পারেনি নাগাল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে আভনিষ সুধা ও তন্ময় শ্রীবাস্তবের দুর্দান্ত ব্যাটিংয়ের জেরে ৩৭ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় উত্তরাখন্ড।

এটা শেয়ার করতে পারো

...

Loading...