রেলের সাধারণ যাত্রীদের জন্য আর একটি নতুন নিয়ম চালু হতে চলেছে। এবার থেকে জেনারেল কোচের যাত্রীদের জন্য শুরু হতে চলেছে টোকেন ব্যবস্থা। পূর্ব রেল সূত্রের খবর, পাইলট প্রকল্প হিসেবে মালদহ বিভাগে প্রথম এই ব্যবস্থা শুরু হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দূরপাল্লার ট্রেনে জেনারেল কোচে জায়গা পাওয়া নিয়ে সমস্যা বহুদিনের। এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছে পূর্ব রেল। সেই জন্যেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। কে আগে ট্রেনে উঠে আসন নিশ্চিত করতে পারবে, তা নিয়েই হুড়োহুড়ি পড়ে যায় জেনারেল কোচের যাত্রীদের মধ্যে। সিট দখল, সিট বিক্রি বিভিন্ন রকম অভিযোগ হয়ে আসছে বহুদিন থেকেই। তার সমাধান করতেই এই উদ্যোগ।
এই উপলক্ষে মালদহ স্টেশনে বিশেষ মেশিনও এসে গিয়েছে। কিছুদিন সেই পাইলট প্রকল্প চলার পর বিষয়টির কার্যকারিতা খতিয়ে দেখা হবে। এখানে সফল হলে পরবর্তীতে হাওড়া-শিয়ালদা সহ অন্যান্য জায়গায় এই ব্যবস্থা রূপায়ন করা হবে। উক্ত মেশিনটির দায়িত্বে থাকছে স্থানীয় আরপিএফ। জেনারেল বগিতে চড়তে ইচ্ছুক ব্যক্তিদেরকে টিকিট কাটার পর ওই মেশিনের কাছে যেতে হবে। কাউন্টারে উপস্থিত আরপিএফ কর্মীরা সেই টিকিট পরীক্ষা করে দেখে একটি টোকেন ইস্যু করে দেবেন। টোকেনে সিরিয়াল নম্বর, ট্রেনের নম্বর, তারিখ এমন কি কোন দিকের জেনারেল বগিতে উক্ত যাত্রীকে উঠতে হবে, তাও উল্লেখ করা থাকবে। আশা করা হচ্ছে, এর ফলে জেনারেল কম্পার্টমেন্টে যে অস্থিরতার সৃষ্টি হয়, তা কমবে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম রেলেও এই রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়ার পর নির্দিষ্ট টোকেন ইস্যু হয়ে যাচ্ছে। সেই টোকেনেও সিরিয়াল নম্বর দেওয়া থাকছে। কিন্তু এখানে সেই ব্যবস্থা রাখা হচ্ছেনা।