টয়লেট ক্যাফেটেরিয়া

আচ্ছা, আপনি কি কখনো ক্যাফেটেরিয়াতে গিয়ে ওয়াশরুমের আমেজ পেয়েছেন? পাননি তো, কিন্তু এটা তারও এক কাঠি ওপরে।কুম্ভমেলা উপলক্ষ্যে নতুন প্রয়াস উত্তর প্রদেশের। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবাষিকী উপলক্ষে এই বছরকে স্বচ্ছতার মর্যাদা দিয়েছে উত্তর প্রদেশ। তারই কারণ স্বরূপ প্রয়াগরাজে চলা কুম্ভমেলাতে এক অভিনব অনুশীলন ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরী করা হয়েছে টয়লেটে ক্যাফেটেরিয়াদেশ-বিদেশে থেকে পুণ্যার্থীরা গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে এসেছে। তাই স্বচ্ছতার কথা সর্ব সমক্ষে তুলে ধরতে এই নতুন ধরণের পরিকল্পনা। এই অভিনব ক্যাফেটেরিয়ার মূলত স্বচ্ছতা বজায় রাখায় উদ্দেশ্য। তাই সেখানে যেমন কমোড স্টাইলের চেয়ার রাখা হয়েছে, ঠিক তেমনই ক্যাফেটেরিয়ার মধ্যে শৌচালয় ব্যবহারের উপকারিতার কথাও লেখা রয়েছে। জানা গিয়েছে, ওই ক্যাফেটেরিয়ায় শৌচালয়ের ব্যবহারের উপর জোর দিয়ে চিকিৎসার জন্য যে খরচ হয় তা বাঁচানোর পরামর্শ দেওয়া হয়েছে। আবার সেখানে শৌচালয় ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে।তাছাড়া বসানো হয়েছে প্রচুর বায়ো টয়লেট। এছাড়া মেলা প্রাঙ্গনে আছে স্বচ্ছগ্রাহীকরা। তারাই সমস্ত স্বচ্ছতার বিষয়টি দেখছেন।  কি, অবাক হচ্ছেন তো, পুরো ঘটনাটা পড়ে? কিন্তু এটাও ঠিক এভাবে সত্যি সত্যিই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যাবে সন্দেহ নেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...