নন্দন চত্বর ছিল রবিবাসরীয় মেজাজে

টেরাকোটার কারুকার্যে সাধারণতঃ সামনের অংশ কারুকার্য করা হয়। কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরগাত্রে চারদিকেই নিপুণ কারুকার্য করা রয়েছে। এমনকি, যেই অংশগুলো লোকচক্ষুর আড়ালে থাকে, সেগুলোও সমানভাবে কারুকার্য করা রয়েছে- যা অন্য কোনও টেরাকোটার মন্দিরে বা শিল্পকলায় পাওয়া যায়না। জানলাম 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র তরফ থেকে করা ডকুমেন্টারি ফিল্ম 'বিউটি বিয়ন্ড টাইমস'-থেকে। এছাড়া দেখলাম সিনেমা প্রীতি মানুষকে দিয়ে অসাধ্য সাধন করাতে পারে।

ভারতীয় হয়ে নিজে যেমন জ্ঞানের সন্ধানে বিভিন্ন জায়গায় গিয়ে জ্ঞান আহরণ করেছেন পরিচালক তথা প্রযোজক অসীমা আইয়ার, তেমনি নিজের প্রথম ছবির বিষয়ও বেছেছেন ভিন্নরকম এবং ভিন্ন ভাষার। তাঁর ছবির ভাষা জাতীয় স্তর ছাড়িয়ে আন্তর্জাতিক। থাই ভাষায় থাইল্যান্ডের জনপ্রিয় একটি খেলা 'মুয়েই থাই' উঠে এসেছে তাঁর ছবিতে। একেবারে কল্পনার জগতে বিচরণ করে ছবি বানাননি অসীমা, বাস্তব জীবনকেই ধরেছেন নিজের ক্যামেরায়। ক্যামেরার কাজও যথেষ্ট প্রশংসার দাবি রাখে।

                             রবিবাসরীয় মেজাজে ছিল আজ নন্দন চত্বর। গগনেন্দ্র প্রদর্শশালায় ছিল বিগত ২৫ বছরের চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ ক্লিপিংস সহযোগে একটি প্রদর্শনী। গোটা চত্বর জুড়ে মানুষের আনাগোনা বুঝিয়ে দিচ্ছিল এবারে উৎসব জমে উঠেছে।

এছাড়াও শহরের আনাচে-কানাচে সমস্ত জায়গায় আজ ছিল জম্পেশ উৎসাহ। ছবি দেখতে আসা এমনই একজনের সঙ্গে কথা হচ্ছিল। অভিষেক ঘোষ। পেশায় শিক্ষক, প্যাশনে লেখক, শখে সিনেমাপ্রেমী।এমনভাবে গুছিয়ে বিশ্লেষণ করলেন, মনে হল যেন ছবিটা দেখে ফেললাম। ফ্রাঙ্কোইস ওজোন এর ছবি 'দ্য গ্রেস অফ গড' প্রসঙ্গে অভিষেক বললেন, "স্পটলাইট ছবিটা মনে আছে নিশ্চয়ই? সেখানে টার্গেট বড়ো আর প্রতিপক্ষ কঠিন বলে মনে হয়েছিল। এই ছবিতে ওজোন চার্চ ও তঞ্চক, বিকৃতকাম পাদ্রীদের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিবন্ধকতা জয়ের মাধ্যমে প্রায় সেই একই গল্প বলেছেন। বোঝা গেছে অনেক গবেষণা করেছেন।  প্রচুর তথ্য সম্বলিত ছবি হলেও আবেগের বাড়াবাড়ি নেই, অত্যন্ত সংযত ছবি।" তবে কোস্টা গাভরাস-এর আডাল্টস ইন দ্য রুম এবং পেড্রো আলমোদোভার-এর পেইন এন্ড গ্লোরি ছবিদুটি অভিষেকের মনে তেমন দাগ কাটতে পারেনি|

                        তা সে যাই হোক, আসল কথা হল, এই যে ক'টা দিন সিনেমায় জুড়ে থাকা, সিনেমায় মুড়ে থাকা, তা এক কথায় অনবদ্য, সেটা সকলেই স্বীকার করবেন।    

               

এটা শেয়ার করতে পারো

...

Loading...