লিগ টেবিলে শীর্ষে ওঠার লড়াই নিয়ে আজ মরসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জমজমাট এক প্রতিযোগিতার আবহে আজ ক্যাম্প ন্যুতে বসতে চলেছে এই লড়াইয়ের আসর।
লিগ টেবিলে একই জায়গায় দাঁড়িয়ে দুই দল। তবে গোলের গড়ে এগিয়ে রয়েছে বার্সা। তবুও ক্যাম্প ন্যুতে লড়াইয়ে নামার আগে মেসির গলায় রিয়াল টিম নিয়ে দুশ্চিন্তা। তিনি বলেছেন- রিয়াল মাদ্রিদ তাঁদের শক্ত প্রতিপক্ষ। রিয়াল দলে প্রতিভাবান সব খেলোয়াড়রা রয়েছে আর কোচ হিসেবে জিদান খুবই ভাল। জিদান নিজেও জানে তাঁকে তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি ভুলে মাঠে নামতে হবে। রিয়াল মাদ্রিদ সবসময় প্রতি আক্রমন নির্ভর ফুটবল খেলে তাই এই দল যে সবসময় ভয়ঙ্কর তা মানেন মেসি।
অপরদিকে রিয়াল কোচ জিদান নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। মরসুমের প্রথমে খারাপ শুরু হলেও এখন জয়ের সরনিতে রয়েছে রিয়াল শিবির। ইডেন হ্যাজার্ডকে এই মরসুমেই দলে নেওয়া হয়েছে কিন্তু তা রোনাল্ডোর অভাব পুরন করতে পারে নি। তাই ভাল্ভার্ডের মত তরুণদের ওপর ভরসা রাখতে চাইছে জিদান। সব মিলিয়ে ক্যাম্প ন্যুতে আজ জমজমাট হতে চলেছে এই মরসুমের প্রথম এল ক্লাসিকো।