জাঁকিয়ে শীত পড়ল শহরে। গত দু'দিনে পারদ নেমেছে দফায় দফায়। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নেমে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে। আগামী দু'দিনও এভাবেই তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বছরের শীতলতম দিন। রাতের দিনে পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একলাফে পারদের হার নেমেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও জাঁকিয়ে শীত পড়েছে। শুক্রবার পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে তবে শনিবার আবার একটু তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। এই সময় দক্ষিণ বঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা বইবার কারণে উত্তুরে হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হবে। তবে আগামী ৪৮ ঘন্টা পারদ ১৬ ডিগ্রির কম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। কিন্তু কনকনে ঠান্ডা পড়তে আরও কিছুদিন সময় লাগবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৩ থেকে ৯৫ শতাংশ। আবহাওয়া বিশেষজ্ঞদের অনুমান ১৫ ডিসেম্বরের পর থেকে কয়েকদিন কনকনে ঠান্ডা পড়বে এবং তা কিছুদিন স্থায়ী হবে।