আজ থেকে প্রায় বছর সাতেক আগে বানানো ছবি। বিভিন্ন কারনে ছবিটি মুক্তি পায়নি।ঋতাভরির প্রথম ফিল্ম ডেবিউ ছিল। কথা বলছি শতরূপা সান্যাল ও দেবজিত ঘোষ-এর পরিচালনায় সদ্য মুক্তিপ্রাপ্ত 'তবুও বসন্ত' ছবির। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পাভেল। ছবির কাহিনি আবর্তিত হয়েছে রামদাস (রাহুল ) ও ম্যারি (ঋতাভরি) কে কেন্দ্র করে। রামদাস ও ম্যারি দুজনেই ব্যান্ডের সাথে যুক্ত।আলাদা আলাদা ব্যান্ড হওয়া সত্বেও দুজন দুজনের খুব কাছের হয়ে ওঠে। একসময় দুজন দুজনকেই ভালোবেসে ফেলে। তারা যখন কাছাকাছি আসতে যায় তখন ম্যারি জানায় সে এডস এ আক্রান্ত। জানা যায় কৌলিক (রুদ্রনীল ঘোষ) নামে এক প্রতারক তাকে ড্রাগস নেশা ধারায় এবং তার দ্বারাই সে এই রোগে আক্রান্ত হয়। ঘটনার মোড় নেয় অন্যদিকে। প্রথমার্ধে রোমান্টিক ও কমেডি থেকে দ্বিতীয়ার্ধে ঘটনা এগোতে থাকে সাসপেন্স থ্রিলারের মধ্যে দিয়ে। কি হয় তারপর তা নিয়েই ছবি।
ছবির গল্প, চিত্রনাট্যের বুনট বেশ স্ট্রং| পরিচালক ও প্রযোজককে ধন্যবাদ জানাই এরকম একটা অতি প্রাসঙ্গিক বিষয় ছবিতে তুলে ধরার জন্য। রাহুল-ঋতাভরির জুটিটি বেশ মানিয়েছে। রাহুলের বন্ধুর চরিত্রে অভিরাজকে ভালো লাগে। দোর্দন্ডপ্রতাপ পুলিশ ওফিসারের চরিত্রে রজতাভকে দারুন লাগে। রাহুলের মামার চরিত্রে স্বর্গীয় দ্বিজেন বন্দ্যোপাধ্যায় যতক্ষন পর্দায় উপস্থিত থেকেছেন ততক্ষন দর্শকদের হাসিয়ে ছেড়েছেন। তবে ছবির ক্যামেরার কাজ ও এডিটিং এর কাজটা একটু দুর্বল লাগে। ছবির গানগুলোও মনে এমন কিছু দাগ কাটেনা।