শীতের মধ্যেও কৃত্রিম তুষারপাত ঘটাতে হচ্ছে মস্কোতে| নতুন বছরকে শীতলভাবে আহ্বান জানাতে এখন কৃত্রিম বরফের উপরেই ভরসা করতে হচ্ছে মস্কো শহরকে| তার কারণ ১৮৮৬ সালের পরে এই বছরই সবচেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে শহরজুড়ে| তাই বর্ষবরণের রাতে যেই স্থানটিতে উত্সব হবে সেই জায়গাটিকে কৃত্রিম বরফ দিয়ে ঘিরে ফেলা হয়েছে| ট্রাকে করে কৃত্রিম বরফ ঢালার ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়|
জানা গেছে, এই বছর ডিসেম্বর মাসে মস্কোর তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে এসে স্থির হয় যা ১৮৮৬ সালের পরে আর কখনো হয়নি| মস্কোবাসীদের মতে, বর্ষবরণের রাতে বরফ পড়বে কিনা তা সঠিকভাবে জানা না গেলেও স্বাভাবিকভাবেই এইসময় ঠান্ডা থাকে এলাকায়| কিন্তু কৃত্রিম বরফ দিয়ে কাজ চালানোর চেষ্টায় সকলকে খুশি করতে পারেননি মস্কো সরকার| অনেকেরই অভিযোগ, ইতিমধ্যেই গ্রে রং ধারণ করেছে সেই বরফ|
রাশিয়ার আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালই মস্কোর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর| এরআগে ১৮৮৬ সালে এইরকম গরম পড়েছিল| স্বাভাবিকভাবেই প্রপার শীতকাল আসতে এখন প্রচুর দেরি রয়েছে সেখানে| জানা গেছে, গত সোমবার সেখানে হালকা তুষারপাত হয়েছে| আগামী সপ্তাহে আরও বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে| এই সময়টিকে ‘মিড উইন্টার’ বলেই ব্যাখ্যা করেন মস্কোবাসী| এই মিড উইন্টারেও গরমের প্রকোপ রয়েছে যথেষ্ট বেশি|
জানা গেছে, বিশ্বউষ্ণায়ন কিংবা গ্লোবাল ওয়ার্মিং-এর ফলেই আবহাওয়া পরিবর্তন হয়েছে মস্কোর| জানা গেছে, শহরের বেশ কিছু রাস্তা যা নববর্ষের জন্য বন্ধ থাকবে সেইসব রাস্তাতেই কৃত্রিম বরফ দিয়ে ঢেলে সাজানো হচ্ছে| রাস্তায় ফেলার জন্য এইসব বরফ মূলত এসেছে বিভিন্ন স্কেটিং রিঙ্ক থেকে নেওয়া হয়েছে|