বাজারে বাজারে অভিযান করে প্লাস্টিক ব্যবহার রোখার পরিকল্পনা পুরসভার

প্লাস্টিক দূষণ কমাতে অনেকদিন ধরেই প্লাস্টিককের প্যাকেটজাতীয় জিনিস বন্ধ করার জন্য অনেকদিন ধরেই তত্পর প্রশাসন| কিন্তু বাজারের আনাচেকানাচে উঁকি দিয়ে চলেছে প্লাস্টিকের নানা জিনিসপত্র| সম্প্রতি প্লাস্টিকের ব্যবহার রুখতে বিধাননগর পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের দুটি বাজারে সম্প্রতি অভিযান চালালো পুরসভা| সন্দেহ অনুযায়ী, পুরকর্তারা সেখানে গিয়ে দেখলেন ৫০ মাইক্রনের থেকে কম পুরু প্লাস্টিকের ব্যবহার যথারীতি চলছে|

বাজারে ব্যবহার হওয়া সমস্ত প্লাস্টিকের ব্যাগ বাজেয়াপ্ত করার সাথে সাথে সেইসব ব্যবসায়ীদের সতর্কও করেছেন পুরকর্তারা| জানানো হয়েছে, এরপরেও যেইসব ব্যবসায়ী প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে| জানা গেছে, এই দিনের অভিযানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র পারিষদ (পরিবেশ) রহিমা বিবি, স্থানীয় কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় প্রমুখ| এলাকার কাউন্সিলর জানিয়েছেন, ব্যবসায়ীদের রুজি রোজগারের কথা চিন্তা করে প্রথমদিন তাদের শুধুমাত্র সতর্ক করা হয়েছে| এইনিয়ে বাজারে পরেও নজরদারি করা হবে| তারপরেও ব্যবসায়ীরা সতর্ক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| মেয়র পারিষদ (পরিবেশ) রহিমা বিবি জানান, অনেকদিন ধরেই এলাকায় প্লাস্টিক বন্ধের জন্য পুরসভার পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে| তবে এই ব্যপারে সাধারণ ব্যবসায়ীরা জানিয়েছেন, বিকল্প পথ না পাওয়ার আগেই প্লাস্টিক বন্ধ করা হলে ভোগান্তি আরও বাড়বে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...