লিঙ্গবৈষম্য দূর করতে ছাত্রদের সাংসারিক কাজ শেখাচ্ছে স্পেনের এই স্কুল

কাজ সকলের জন্যে সমান হলেও আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম আছে, যেখানে মহিলাদেরই বাড়ির সাংসারিক কাজকর্মের হাল ধরতে হয়। রান্নাই হোক আর ঘরসজ্জা, সবই দায়িত্ব নিয়ে সামলে থাকেন বাড়ির মহিলারা। এবার এই চির প্রচলিত মানসিকতায় বদল আনলো স্পেনের একটি বিদ্যালয়। বাড়ির প্রাথমিক কাজকর্মগুলি ছাত্রদের শিখিয়ে তাদের উন্নত চিন্তায় সাবলম্বী করতে বদ্ধপরিকর এই স্প্যানিশ বিদ্যালয়। লিঙ্গবৈষম্যের মতো নিম্ন মানসিকতার পতনের লক্ষ্যেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা।

বিশেষত ছাত্রদের জন্য হোম ইকনমিক্স-এর মতো ক্লাস নিয়ে আসার ফলে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্পেনের মন্তেকাস্তেলো বিদ্যালয়। রান্না, সেলাই, ইস্ত্রি, ঘরসজ্জার মতো কাজগুলি ছাড়াও প্লাম্বিং, ইলেক্ট্রিশিয়ান, ছুতোর ও রাজমিস্ত্রীর কাজ ক্লাসে অন্তর্ভুক্ত করে ছাত্রদের মুক্ত মানসিকতায় শিক্ষিত করতে চাইছেন তারা।

আরও মজার বিষয়, ছেলেদের সাহায্য করার জন্য এই প্রকল্পে বাবাদেরও অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছেলেদের সাথে বাবারাও শিখে নিচ্ছেন সংসারের ছোটোখাটো কাজ। যারা পূর্বেই এ কাজে অভ্যস্ত, তারা নির্দিষ্ট বিষয়ের উপর আবার ছেলেদের গাইড করে দিচ্ছেন, এই দৃশ্যও ক্যামেরাবন্দী হয়েছে।

এই কাজগুলো আমাদের ছাত্রদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যাতে পরবর্তীকালে পরিবার গঠনের ক্ষেত্রে তাদের স্বচ্ছ মানসিকতা থাকে এবং পরিবারে দুজনের গুরুত্বই তারা সমানভাবে বুঝতে পারে। বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে বাসন মাজা, সেলাই করা ইত্যাদি শুধু মেয়েদেরই কাজ নয়। এই শিক্ষা তাদের নিজ দায়িত্বে সংসার সামলানোর ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হয়ে উঠবে, বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ গ্যাব্রিয়েল ব্রাভো।

স্বভাবতই শুরুতে ছাত্ররা ‘মেয়েদের কাজ’ করার ক্ষেত্রে উদ্বিগ্নতা প্রকাশ করছিল। কিন্তু সময়ের সাথে সাথে অভিভাবকদের সমর্থন ও উৎসাহে ছেলেরা এই কাজ করতে রাজি হয়। অনেক ছাত্র এবং অভিভাবকেরা মনে করেছিলেন কাজটা চ্যালেঞ্জিং হলেও খুব একটা বেগ পেতে হবে না। বর্তমানে এখানকার অধিকাংশ পড়ুয়াই ঘরের কাজ ভালোভাবে বুঝে নিতে সমর্থ হয়েছে, কেউ কেউ তো আবার তাতে বিশেষ পারদর্শীতার সাক্ষ্য বহন করছে।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...