কুকুরকে বাঘ সাজিয়ে ক্ষেত পাহারা

বানরের হাত থেকে ক্ষেতের ফসলকে বাঁচাতে এবার এক নতুন পথ ধরলেন কর্ণাটকের এক কৃষক| একটি চারপেয়েকে ধরে তাকে হুবহু রয়াল বেঙ্গল টাইগারের মত রং করে দিলেন| ব্যাস তাতেই কেল্লাফতে! ক্ষেত পাহারার সাথে সাথে এখন কর্ণাটকের রাস্তায় খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছে সেই বাঘরূপী কুকুর|

ক্ষেতের ফসল বাঁচানোর জন্য কাকতাড়ুয়ার ব্যবহার নতুন কিছু নয়| নালুরু গ্রামের শ্রীকান্ত গাউডা দেখেন একজন কৃষক তার ক্ষেতের মধ্যে রেখেছেন একটি বাঘপুতুলকে| আজ থেকে প্রায় চার বছর আগে তিনি এই ঘটনাটি দেখেন আর ভাবেন নিজের জমিতেও এরকম একটি পুতুল রাখার| অবিশ্বাস্যভাবে এই পুতুল জমিতে রাখার পর বানরের দল আর ফসল নষ্ট করতে আসত না| তার ঠিক দুইদিন পর সেই পুতুলটিকে তিনি তুলে নিয়ে বসান একটি অন্য জমিতে| সেখানেও একই ফল| পুতুলের ভয়ে জমিতে পা দিচ্ছেনা বানরকুল| কিন্তু পুতুল দিয়ে হয়তো মন ভরছিল না সেই কৃষকের| তিনি তখন পাড়ার একটি কুকুরকে ধরে তার লোমগুলি বাঘের গায়ের লোমের প্যাটার্ন অনুযায়ী রং করে দেন| এরফলে আর পুতুল নয় একেবারে জ্যান্ত বাঘকেই তিনি বসিয়েছেন পাহারায়|

কুকুরের গায়ে বাঘের মত রং করে দেওয়ার ঘটনা আজকের নয়| এর আগেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উঠে এসেছে এরকম ঘটনার ছবি| এর আগে চিনের একটি ক্যাফের মালিক তার চাউচাউ প্রজাতির কুকুরকে পান্ডার মত রং করে নেন| তাতে ভালো সাড়া মেলাতে এরপর তিনি পোষ্য রং করার একটি ব্যবসাও খুলে বসেন| খবরটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই নেগেটিভ পাবলিসিটি হয় ক্যাফেটির| এর পরেই অবশ্য ক্যাফের মালিক পোষ্য রং করার ব্যবসা বন্ধ করে দেন|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...