ইতালির শহরে বিনামূল্যে দেওয়া হচ্ছে বাড়ি

বাড়ি ফাঁকা রেখে চলে যাওয়ার ঘটনা নতুন নয় ইতালির শহরগুলিতে। কিন্তু এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া আটকাতে নতুন কিছু পদক্ষেপ নিলেন কামারাটা শহরের মেয়র ভিনসেঞ্জো গিয়ামব্রন। জানা গেছে, সেখানকার নানা ঐতিহ্যবাহী বাড়িগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। যাতে আরও বেশি সংখ্যক মানুষ সেই জায়গায় থাকার জন্য উৎসাহিত হয় সেই কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সিসিলির কামারাটা শহরের বহু পরিতক্ত্য বাড়িকে আবার নতুন করে তৈরী করে তা সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে সেখানকার বাসিন্দাদের হাতে। মোটামুটি ১০০ টির উপর বাড়িকে আনা হয়েছে এই প্রকল্পের তালিকায়।

 

এলাকাকে পুনরায় জনবহুল করে তোলার জন্য সেইসব পরিতক্ত্য বাড়িগুলির মালিকদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এইসব পরিতক্ত্য বাড়িকেই আবার নতুন করে তৈরী করে তুলে দেওয়া হবে নতুন বাসিন্দাদের হাতে। শহরের মেয়র জানিয়েছেন, অনেকদিন ধরেই এলাকার ঐতিহ্যবাহী বাড়িগুলি ফাঁকা হয়ে যাচ্ছিলো ফলে ধীরে ধীরে এলাকা ফাঁকা হওয়ার সাথে সাথে ঐতিহ্যও ক্ষুন্ন হচ্ছিলো।

 

শুরুতে ১২ টি ঘরকে নিয়ে শুরু হয় এই প্রকল্প। এরপর ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। নতুন নতুন যারা সেই জায়গায় আসবেন যাতে নতুন ধরণের আইডিয়া দিয়ে শহরটাকে আরো সুন্দর করে তোলা যায় সেইদিকে নজর রাখছেন শহরের মেয়র।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...