মন ভালো থাকলে প্রোডাক্টিভিটি বাড়ে| তা সে মানুষই হোক বা জীবজন্তু| জীবজন্তুর যে মন খারাপ হয় না তা কিন্তু নয়| আর তাদের মনখারাপের প্রভাব পড়ে তাদের দ্বারা উত্পাদনযোগ্য জিনিসের উপর| তাই গৃহপালিত পশুদের আনন্দে রাখার ব্যবস্থা করা হচ্ছে সর্বত্র| সম্প্রতি রাশিয়ার একটি ফার্মে দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য| সেখানে গরুদের ভার্চুয়াল রিয়ালিটিযুক্ত রোদচশমা পরানোর ব্যবস্থা করেছে সেই ফার্মের মালিক|
রাশিয়ার মস্কো এলাকার কাছের একটি ফার্মের গরুদের এইজাতীয় রোদচশমা পরানোর কারণ ব্যখা করতে গিয়ে তারা জানিয়েছেন, দুধের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি করাই তাদের মূল উদ্দেশ্য| সম্প্রতি, মস্কোর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে প্রকাশ করা হয় একটি ছবির| সেই ছবিতে দেখা যায়, নতুন ধরনের এক রোদচশমা পরে রয়েছে একটি গরু| মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের তরফ থেকে জানানো হয়েছে, গরুর দুধের পরিমাণ নির্ভর করে গরুর মুডের উপর| এরপরেই এই চশমানির্মাতা টিম, পশুচিকিত্সক এবং দুগ্ধজাত দ্রব্য উত্পাদনের পরামর্শদাতাদের নিয়ে বৈঠক করেন| সেখানেই ঠিক হয় গরুদের জন্য তৈরী করা হবে এমন একধরনের চশমা যা কিনা গরুদের নিজস্ব স্বর্গ দেখতে সাহায্য করবে| আর এর ফলে ফুর্তি বাড়বে সেই গরুদের মনে আর তার ফলস্বরূপ দুধের উত্পাদন আগের তুলনায় আরও ভালো হবে| তবে এখনো পর্যন্ত এই চশমা কিভাবে সাহায্য করবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিজ্ঞানীদের|