দূষণ কমাতে প্লাস্টিকের বোতল দূরীকরণ

দিনের পর দিন বেড়ে যাওয়া প্লাস্টিক সংক্রান্ত দূষণ কমাতে এবার আধুনিক পদক্ষেপ গ্রহণ করলো সিকিমের একটি শহর| শহরজুড়ে প্লাস্টিকের বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হলো ল্যাচেন শহরে| প্যাকেটজাত জলের পরিবর্তে সেই শহরে ব্যবহার শুরু হলো বাঁশের জলের বোতলের|

জানা গেছে, তুষারাবৃত পাহাড় এবং অতিব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতিবছর এই অঞ্চলে পর্যটক সমাগম হয় চোখে পড়ার মতো| সেই কারণে প্রতিবছর প্লাস্টিক দূষণের মাত্রা একটু একটু করে বাড়ছে এই শহরে| জানা গেছে, ব্যবহারের পর পর্যটকরা ব্যবহৃত জলের বোতল শহরের রাস্তাতেই ফেলে দিয়ে থাকেন| জানা গেছে, সেইসব বোতল কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলার জন্য স্থানীয় মানুষজনের সাহায্য নেওয়া হচ্ছে|

এর আগে, ১৯৯৮ সালেই সিকিমে প্রথম প্লাস্টিক বনধের উদ্যোগ নেয় সিকিম| ২০১৬ সাল থেকে সকল সরকারী অনুষ্ঠানে প্যাকেটজাত জলের অব্ভাধ বিচরণ বন্ধ হয়| বর্তমানে, প্লাস্টিকের বোতল যাতে কোনভাবে শহরের মধ্যে ঢুকতে না পারে তাই জন্য শহরের বিভিন্ন প্রান্তে চেকিং-এর ব্যবস্থাও করা হচ্ছে| জানা গেছে, ইতিমধ্যেই লোকাল অথরিটি থেকে প্রায় ১০০০ টি বাঁশের তৈরী বোতলের অর্ডার দেওয়া হয়েছে|

     

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...