নিউ টাউনে তৈরী হলো প্লাস্টিকের রাস্তা

 

প্রতিদিনের বেড়ে চলা প্লাস্টিক দুষণের মাত্রা নিয়ে চিন্তিত সকলে| নিজেদের মতো করে সকলেই চেষ্টা করছে এই দূষণ থেকে পৃথিবীকে বাঁচানোর| কোথাও প্লাস্টিকের বোতলের পরিবর্তে তৈরী হচ্ছে বাঁশের বোতল আবার কোথাও রাস্তা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিককে| সম্প্রতি জানা গেছে, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে হাওড়া পুরসভার তরফ থেকে প্লাস্টিক ব্যবহার করে রাস্তা সম্প্রসারণের কাজ করা হল| হিডকোর পথ অনুসরণ করে এইবার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম সবুজ পথ তৈরী হল হাওড়ায়| ইতিমধ্যেই সেই কাজ প্রায় শেষ| গত সোমবারই ৩০০ মিটারের এই রাস্তাটি সম্প্রসারণের কাজ শেষ হয়েছে|

এইচএমসি কমিশনার বিজিন কৃষ্ণ জানিয়েছেন, রাস্তা তৈরির এই প্রকল্পটির জন্য বরাদ্ধ করা হয়েছিল ২৫ লক্ষ টাকা| এই বছরের মধ্যে শহরের বুকে এইজাতীয় আরও তিনটি রাস্তা তৈরির পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি| জানা গেছে, নিউ টাউনের সিটি সেন্টার ২ এর কাছে প্রায় ১ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে| হিডকো-র একজন অধিকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই সম্প্রসারিত রাস্তা পরীক্ষা করে গেছেন একদল বিশেষজ্ঞ| জানা গেছে, প্রথম প্রচেষ্টা ফলপ্রসু হওয়ার কারণে পরবর্তীকালে নিউ টাউনের আরও রাস্তা যাতে এই পদ্ধতির ব্যবহারে সম্প্রসারণ করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে| এই প্রকল্পের ইনচার্জ রাম রতন চৌধুরী জানিয়েছেন, ১০ হাজার টন প্লাস্টিক কুচি এবং ৮০০ টন বিটুমিন দিয়ে তৈরী হয়েছে এই রাস্তা| তার মতে, এই দৈর্ঘ্যের সাধারণ গতানুগতিক রাস্তা তৈরির কাজে যতটা বিটুমিন লাগে তার থেকে অনেক কম পরিমাণ বিটুমিন লেগেছে এই রাস্তা তৈরির কাজে|জানা গেছে, এই রাস্তার বহন ক্ষমতাও অন্য রাস্তার তুলনায় বহুগুন বেশি|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...