১ রান যে কতটা মূল্যবান হয়, তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইংল্যান্ড এর ১১ নম্বর ব্যাটসম্যান জ্যাক লিচ। অ্যাসেজ এর তৃতীয় টেস্ট ম্যাচে বেন স্টোকস এর মহাকাব্যিক ইনিংসের পাশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জ্যাক লিচ এর নাম, যিনি ক্রিজে টিকে ছিলেন শেষ পর্যন্ত। ব্যাট করতে নামার সময় তিনি চশমা পড়ে মাঠে নামেন, এবং ইনিংসের মাঝে বারবার দেখা গেছে তাকে চশমা মুছতে। আর তা নিয়ে বেন স্টোকস এর একটি টুইটে দুর্দান্ত জবাব দিলেন চশমা প্রস্তুতকারক একটি সংস্থা।
ঘটনাচক্রে, এই সংস্থাটি আবার এই অ্যাসেজ সিরিজের টাইটেল স্পন্সর। সেই সংস্থাটিকে এবং লিচকে মেনশন করে স্টোকস নিজের টুইটারে লেখেন, “জ্যাক লিচকে আপনারা দয়া করে আজীবন ফ্রি চশমা দিয়ে যান।” আর এর জবাবে সেই চশমা প্রস্তুতকারক সংস্থাটি লেখে, “আমরা নিশ্চিত হয়ে বলছি আমরা জ্যাক লিচকে আজীবন চশমা দেওয়ার প্রস্তাব দেব।”
নবম উইকেটটি যখন পড়ে, তখন ইংল্যান্ড এর আরও ৭৩ রান দরকার ছিল। কিন্তু জ্যাক লিচকে সঙ্গে নিয়ে বেন স্টোকস অসাধারণ ব্যাটিং করেন, যার দরুণ ইংল্যান্ড একটি অবিশ্বাস্য ম্যাচ জেতে। মূল কৃতিত্ব বেন স্টোকস এর হলেও ক্রিকেট বিশ্বের বলতে দ্বিধা নেই যে জ্যাক লিচ যেখানে মাটি আঁকড়ে পড়ে ছিলেন, তাতে স্টোকস এর মধ্যে সাহস আরও বেড়ে গিয়েছিল।