হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। ১০ টি দেশ একে অপরের সাথে লড়াই করবে সেরার সেরা হয়ে ওঠার জন্য। আর এই লড়াইয়ে একধাপ এগিয়ে কারা, তারই বিষয় জানাবো আপনাদের।
১) ভারত - বর্তমানে যদি কোনে দল তার ধারাবহিকতা বজায় রাখতে পেরেছে তাহলে সেটা হল কোহলির ভারত। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ই হোক বা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও ওডিআই জয় অথবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয়। বিদেশের মাটিতে একের পর এক চমক দেখিয়ে চলেছে কোহলি অ্যান্ড কোং। তাই এই বিশ্বকাপে ভারতের জয় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়।
২) ইংল্যান্ড – নিজেদের দেশের মাঠে বিশ্বকাপ হওয়ার ফলে সব দলের থেকে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। প্রথমত সমর্থকের চাপ তার ওপর দলের বর্তমান পারফরম্যান্সের ফলে অনেকটাই আশাবাদি টিম ম্যানেজমেন্ট। তারপর ব্যাটিং লাইন আপ থেকে শুরু করে বোলিং বিভাগ সবেতেই এগিয়ে তারা। তাই এবারের বিশ্বকাপে প্রধান ‘টাইটেল কন্টেন্ডার’ তারাই।